ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইপিওতে আসছে আমান কটন রোড শো ২৪ জুলাই

প্রকাশিত: ০৪:২৪, ১৮ জুলাই ২০১৬

আইপিওতে আসছে আমান কটন  রোড শো ২৪ জুলাই

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চাচ্ছে আমান কটন ফেব্রিকস লিমিটেড। এ লক্ষ্যে আগামী ২৪ জুলাই রবিবার সন্ধ্যা ৭টায় লা মেরিডিয়ান হোটেলে রোড শো’র আয়োজন করা হয়েছে। এদিন পুঁজিবাজারের ইলিজিবল ইনভেস্টরদের উপস্থিত থেকে রোড শোতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রোড শোতে যোগ্য বিনিয়োগকারী (ইলিজিবল ইনভেস্টর) হিসেবে মার্চেন্ট ব্যাংকার, পোর্টফোলিও ম্যানেজার, এ্যাসেট ম্যানেজার ও তাদের পরিচালিত মিউচুয়াল ফান্ড, স্টক ডিলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও ফান্ডের ম্যানেজার, অনুমোদিত পেনশন ও প্রভিডেন্ট ফান্ড, ইতোমধ্যে বিনিয়োগ করা বৈদেশিক বিনিয়োগকারী এবং কমিশন অনুমোদিত বিনিয়োগকারীরা বুক বিল্ডিংয়ের জন্য আবেদন করতে পারবে। প্রসঙ্গত, ১ জুলাই ২০১৫ থেকে ৩১ মার্চ ২০১৬ পর্যন্ত ৯ মাসে আমান কটন লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪৬ টাকা, যা এর আগের বছর একই সময়ে ছিল ২.৪২ টাকা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৪.৩৫ টাকা এবং শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪.৫১ টাকা। প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮০ কোটি টাকা। উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকা-বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস লিমিটেড।
×