ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:২৪, ১৮ জুলাই ২০১৬

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে লেনদেনও বেড়েছে সামান্য। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ঢাকার বাজারে মোট ৫০ শতাংশ কোম্পানির দর কমলেও মূলধনী বড় মূলধনী কোম্পানিগুলোর দর বাড়ায় সূচক বেড়েছে। দিনটিতে এ ক্যাটাগরির মোট ২৭১টি কোম্পানির লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯২টি কোম্পানির। এই দিনে ব্লক মার্কেটে মোট ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৩৭৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৩ কোটি ১২ লাখ টাকার বেশি লেনদেন। আগের দিন ডিএসইতে ৩৭১ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। রবিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৫৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৮৩ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : একমি ল্যাবরেটরিজ, ইভিন্স টেক্সটাইল, বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ডেল্টা ব্র্যাক হাউজিং, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ওরিয়ন ইনফিউশন, লিন্ডে বিডি ও আইপিডিসি। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বিডি ফাইন্যান্স, ন্যাশনাল টি, জিএসপি ফাইন্যান্স, সানলাইফ ইন্স্যুরেন্স, ফনিক্স ফাইন্যান্স, আনালিমা ইয়ার্ন, প্রাইম লাইফ, উত্তরা ফাইন্যান্স, হাক্কানী পাল্প ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ১ম জনতা ইন্স্যুরেন্স, এইচ আর টেক্সটাইল, জিল বাংলা সুগার, পিএইচপি মিউচুয়াল ফান্ড, সোনারগাঁও টেক্সটাইল, প্রাইম আইসিবি ১ম মিউচুয়াল ফান্ড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও বিডি অটোকারস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : এ্যাপেক্স ফুটওয়ার, ইভিন্স টেক্সটাইল, একমি ল্যাবরেটরিজ, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ইসলামী ব্যাংক, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ফিড মিলস, লঙ্কা বাংলা ফাইন্যান্স, এসিআই ফর্মুলেশন ও ইউনাইটেড এয়ার।
×