ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেনাপোল স্থলবন্দরে কাস্টমস চেকপোস্টে নতুন দুটি স্ক্যানার স্থাপন

প্রকাশিত: ০৪:২৩, ১৮ জুলাই ২০১৬

বেনাপোল স্থলবন্দরে কাস্টমস চেকপোস্টে নতুন দুটি  স্ক্যানার স্থাপন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেনাপোল স্থলবন্দরে নির্বিঘœ যাত্রীসেবা ও ‘তল্লাশিতে স্বচ্ছতা ফিরিয়ে আনার’ লক্ষ্যে কাস্টমস চেকপোস্টে নতুন করে দুটি স্ক্যানার মেশিন স্থাপন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় চীনা প্রতিষ্ঠান ‘নুকটেস’র প্রকৌশলীরা বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের কাস্টমস তল্লাশি কেন্দ্রে যন্ত্র দুটি স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বলে জানিয়েছেন বেনাপোল শুল্ক ভবনের ডেপুটি কমিশনার মারুফুর রহমান। তিনি বলেন, কাস্টমস তল্লাশি কেন্দ্রে চার বছর আগেও দুটি স্ক্যানার মেশিন ছিল। কিন্তু সেগুলো অচল হয়ে পড়ে। এ কারণে যাত্রীদের ল্যাগেজ হাতে খুলে চেক করতে বেশ সময় লাগত। এখন তা আর লাগবে না। স্ক্যানার মেশিন স্থাপনের কারণে যাত্রীসেবা দ্রুত দেয়া যাবে। তল্লাশিকাজেও স্বচ্ছতা ফিরবে।
×