ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইনশৃঙ্খলা বাহিনী ঠুঁটোজগন্নাথ ॥ গোলটেবিল বৈঠকে হান্নান শাহ

প্রকাশিত: ০৪:২১, ১৮ জুলাই ২০১৬

আইনশৃঙ্খলা বাহিনী ঠুঁটোজগন্নাথ ॥ গোলটেবিল  বৈঠকে হান্নান শাহ

স্টাফ রিপোর্টার ॥ দেশের আইনশৃঙ্খলা বাহিনী ঠুঁটোজগন্নাথ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা রাস্তায় বিরোধী দলের নেতাকর্মীদের দেখামাত্র গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন। তারা বড় বাহাদুরী করেছেন কিন্তু গুলশানে ৬-৭ জন সন্ত্রাসীকে মোকাবেলা করতে পারলেন না। এখন কোথায় গেল তাদের বাহাদুরী। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভয়েজ অব ডেমোক্রেসি আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিকভাবে কাজ করতে দিলে দেশে সন্ত্রাস থাকবে না মন্তব্য করে হান্নান শাহ বলেন, সরকার তাদের বিরোধী দল দমনে ব্যবহার করছে। সেজন্যই সন্ত্রাসী কর্মকা- ঘটছে। এ সরকার দিয়ে সন্ত্রাস দমন সম্ভব হবে না। তিনি বলেন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে খালেদা জিয়া জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন জনগণ সেটাকে স্বাগত জানিয়েছে। দু’একটি ছাড়া অধিকাংশ রাজনৈতিক দলের নেতারাও তা মেনে নিয়েছেন। আয়োজক সংগঠনের নেতা এ্যাডভোকেট জিল্লুর রহমান রিন্টুর সভাপতিত্বে এবং মাহফুজ কবীরের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, কৃষক দল নেতা শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।
×