ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুলশানে হামলা

নর্থ সাউথের প্রো-ভিসিসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ০৮:৩১, ১৭ জুলাই ২০১৬

 নর্থ সাউথের প্রো-ভিসিসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার ॥ গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় হামলার আগে জঙ্গীরা যে বাসা ভাড়া নিয়েছিল তার মালিকসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপি কাউন্টার টেরোরিজমের একটি দল। হামলাকারীদের বাড়ি ভাড়া দেয়া ও তথ্য গোপনের অভিযোগে আটক করা হয়েছে বাসার মালিক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রো-ভিসি গিয়াসউদ্দিন আহসান, তার ভাগ্নে আলম চৌধুরী ও ভবনের ম্যানেজার মাহবুবুর রহমান তুহিনকে। শনিবার বিকেল পাঁচটায় বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নং রোড, ব্লক-ই, টেনামেন্ট-৩, ফ্ল্যাট-এ/৬ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশানে জঙ্গী হামলাকারীদের বাড়ি ভাড়া দেয়ার আগে নাম ঠিকানাসহ তথ্য না রাখার অভিযোগ আনা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। আটক প্রো-ভিসি গিয়াসউদ্দিন আহসান বাড়ি ভাড়া দেয়ার ক্ষেত্রে ভাড়াটিয়াদের তথ্য সংশ্লিষ্ট নথি থানায় জমাদান থেকে বিরত থাকেন। তদন্তে জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নং রোড, ব্লক-ই, টেনামেন্ট-৩, ফ্ল্যাট-এ/৬ ওই ভবনেই জঙ্গীরা একত্রিত হয়েছিল। এই ফ্ল্যাট জঙ্গীদের অন্য সহযোগী সদস্যরা গত ১৬ মাসে ভাড়া নিয়েছিল। গুলশানে সন্ত্রাসীর হামলার পর সহযোগীরা দ্রুত বাসা থেকে পালিয়ে যায়। জঙ্গীদের ভাড়া নেয়া ওই বাসা তল্লাশি করে বালিভর্তি কার্টন (যাতে গ্রেনেড রাখা হয়েছিল বলে ধারণা করা হয়) ও তাদের পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ফ্ল্যাটটির মালিক হচ্ছেন গিয়াসউদ্দিন আহসান। আর ওই ফ্ল্যাটটি ভাড়া দেয়ার দায়িত্ব ছিল তাঁর ভাগ্নে আলম ও ভবনের ব্যবস্থাপকের ওপর। তবে ভাড়া দেয়ার আগে তারা ভাড়াটিয়াদের কোন তথ্য রাখেননি। কিন্তু ভাড়া দেয়ার আগে ভাড়াটিয়াদের তথ্য রাখার জন্য ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা ছিল। গোয়েন্দা সূত্র জানায়, রমজান শুরু হওয়ার আগেই জঙ্গীদের এক সহযোগী আটক আলমের মাধ্যমে ওই ফ্ল্যাটটি ভাড়া নেন। মাসিক ভাড়া নির্ধারিত হয় ২২ হাজার টাকা। তারা দুই মাসের অগ্রিম ভাড়া হিসেবে ৪০ হাজার টাকাও দেন। ভাড়া নেয়ার পর ওই ফ্ল্যাটে অনেক মানুষ যাতায়াত করত। গোয়েন্দাদের ধারণা, গুলশানের রেস্তরাঁয় হামলাকারীরা ওই ফ্ল্যাটেই অবস্থান করেছিল। গুলশান ও শোলাকিয়ায় হামলায় অংশ নেয়া নিবরাস ইসলাম ও আবির হাসান নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এছাড়া পুলিশের হাতে গ্রেফতারকৃত হাসনাত করিম একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গুলশান হামলার পর থেকেই নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের নামটি আলোচনায় এসেছে। বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিরুদ্ধেই জঙ্গী তৎপরতায় বেশি জড়িত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে ইউজিসির একটি প্রতিনিধি দল নর্থসাউথ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে জঙ্গী তৎপরতা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। জঙ্গী তৎপতরতা সম্পর্কে তদন্তে বেরিয়ে আসছে গুলশানে হামলার আগে তারা গুলশানসহ ঝিনাইদহে বাসা ভাড়া নিয়ে অবস্থান করে। বিশেষ করে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র নিবরাস ইসলাম ও আবির হাসান ভিন্ন নামে ঝিনাইদহ সদর থেকে ২ কিলোমিটার দূরে একটি বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন অবস্থান করে। সেখানে তারা দীর্ঘদিন অবস্থান করলেও গুলশানে হামলার আগে সেখান থেকে চলে আসে। ঝিনাইদহে তাদের সঙ্গে আর ৬ জঙ্গী ছিল। এদিকে ঝিনাইদহের পাশাপাশি গুলশানেও জঙ্গীদের একটি দল বাসা ভাড়া নিয়ে সেখানে অবস্থান করে বলে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে। শনিবার বিকেল পাঁচটায় পুলিশি অভিযানে বাড়ির মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
×