ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জঙ্গী দমনে জাতীয় ঐক্য গড়ার আহ্বান

প্রকাশিত: ০৮:২০, ১৭ জুলাই ২০১৬

জঙ্গী দমনে জাতীয় ঐক্য গড়ার আহ্বান

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ জঙ্গীবাদ দমনে আত্মঅহঙ্কার বন্ধ করে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাসদের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন। শনিবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সুজন আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। জঙ্গীবাদ প্রতিরোধ, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্যের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। তিনি বলেন, সরকার ঘোষণা দিয়েছে পাড়া-মহল্লায় জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী কমিটি গঠন করতে। কিন্তু এটি এককভাবে গড়ে তোলা সম্ভব নয়। এজন্য রাজনৈতিক ও সামাজিক ঐক্য প্রয়োজন। রাজনৈতিক ঐক্যের মাধ্যমে এ সমস্যা সমাধান না করলে এটি নির্মূল করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। সুজনের নির্বাহী সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সরকার জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে। কিন্তু কৌশলগত কারণে বারবার ব্যর্থ হচ্ছে। জঙ্গীবাদ দমনে রাজনৈতিক ফায়দা নেয়ার কোন সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, যারা এ থেকে সুযোগ নিতে চাইবে তারাই খাদে পড়বে। জঙ্গীবাদ প্রতিরোধে এর বিকাশ কিভাবে হয়েছে সেটি খুঁজে বের করতে হবে এবং তা মূলোৎপাটনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের সঙ্গে সুকৌশলে কোন আলোচনায় বসা যায় কিনা, সেক্ষেত্রে সুচিন্তিত কৌশল প্রয়োগ করতে হবে। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন বলেন, জঙ্গীবাদ বৈশ্বিক সমস্যা। কিন্তু এখানে জঙ্গীবাদকে রাজনৈতিক আবরণ দেয়া হচ্ছে। মতবাদ সমস্যা না। মতবাদ যখন সশস্ত্র রূপ নেয়, তখন এটা জঙ্গীবাদ হয়ে যায়। তাই এর বিরুদ্ধে শুধু বলপ্রয়োগ করে সমাধান সম্ভব না। দেশে সুস্থ রাজনীতি, সংস্কৃতি নেই। এজন্য তরুণরা বিপথে যাচ্ছে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, জঙ্গীবাদও একধরনের প্রতিবাদ। তবে এটার পথ ভিন্ন। জঙ্গীবাদ মোকাবেলার জন্য প্রয়োজন গণতন্ত্র ও সুশাসন। রাষ্ট্র যখন কথা বলার ভাষা কেড়ে নেয়, তখন আদর্শচ্যুত গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে। আর তখনই এ জাতীয় ঘটনার উৎপত্তি ঘটে। তিনি আরও বলেন, আজ যদি ডাকসু নির্বাচন থাকত তাহলে গণতন্ত্রের সঠিক চর্চা থাকত ও এসব বিষয়ে আলোচনা হতো। তখন এ জাতীয় সমস্যার উত্তরণ সহজ হতো। মানববন্ধনে বক্তব্য রাখেন- সুজনের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক জাকির হোসেন, নির্বাহী সদস্য ড. তোফায়েল, সদস্য মোঃ জাহাঙ্গীর প্রমুখ। পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী একই দাবিতে সারাদেশের জেলা-উপজেলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
×