ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামায়াত মুক্তিযুদ্ধ স্বীকার করে ক্ষমা চাইলে আপত্তি নেই ॥ এমাজউদ্দীন

প্রকাশিত: ০৭:৫২, ১৭ জুলাই ২০১৬

জামায়াত মুক্তিযুদ্ধ স্বীকার করে ক্ষমা চাইলে আপত্তি নেই ॥ এমাজউদ্দীন

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধকে স্বীকার করে জামায়াত একাত্তরের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাইলে তাদের নিয়ে জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে আপত্তির কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, জাতির বৃহত্তর স্বার্থে জামায়াত চুপচাপ বা একপাশে সরে দাঁড়াতেও পারে। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ড্যাব আয়োজিত ‘সন্ত্রাস প্রতিরোধে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও আইনের শাসন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বলেন, জঙ্গীবাদও একটি প্রতিবাদ। কিন্তু প্রতিবাদের এই ধারাটি গ্রহণযোগ্য নয়। এটি ভুল পদ্ধতি। পুলিশের অত্যাচারের কারণে এ প্রতিবাদের জন্ম হয়েছে বলে তিনি দাবি করেন। সরকারের দিকে ইঙ্গিত করে এমাজউদ্দীন বলেন, বরাবর তারা বলেছে দেশে জঙ্গীবাদের কোন অস্তিত্ব নেই। কিন্তু জঙ্গীবাদ তো দেখা দিল। আর প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ে সবাইকে একমত করতে ব্যর্থ হয়েছেন। এ ব্যর্থতাকে মূলধন করে তার সরে যাওয়া ন্যায়ের পথ। তাঁর আর ক্ষমতায় থাকা উচিত নয়। এমাজউদ্দীন বলেন, যতক্ষণ ২০ দলে জামায়াত থাকবে ততক্ষণ কোন কোন মহল থেকে বাধা আসতে পারে। আমি মনে করি, জামায়াতের অধিকাংশ নেতাকর্মীর জন্ম একাত্তরের পরে। তারা এ মাটিরই সন্তান। তারা যদি জাতির কাছে ক্ষমা চায় যে, তাদের মুরব্বিদের ভুল হয়েছিল এবং মুক্তিযুদ্ধকে স্বীকার করে নিলে আপত্তির কিছু থাকে না। সংগঠনের সভাপতি ডাঃ আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ড্যাবের মহাসচিব ডাঃ এজেডএম জাহিদ হোসেন, সাবেক ঢাবি উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূইয়া প্রমুখ।
×