ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তুরস্কে যাননি মেসি-ইনিয়েস্তা

প্রকাশিত: ০৬:২৭, ১৭ জুলাই ২০১৬

তুরস্কে যাননি মেসি-ইনিয়েস্তা

স্পোর্টস রিপোর্টার ॥ একটি চ্যারিটি ম্যাচ খেলতে তুরস্ক সফরে যাওয়ার কথা ছিল বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও স্প্যানিশ তারকা আন্দ্রে ইনিয়েস্তার। কিন্তু তাদের সেখানে যাওয়ার আগেই ঘটেছে সেনা বিদ্রোহের ঘটনা। বর্তমানে স্পেনেই অবস্থান করছেন বার্সিলোনার এই দুই তারকা। এর ফলে হাফ ছেড়ে বেঁচেছে স্পেনের জায়ান্ট ক্লাবটি। তবে বার্সার সাবেক তারকা স্ট্রাইকার স্যামুয়েল ইতোর উদ্যোগে আয়োজিত এই চ্যারিটি ম্যাচে অংশ নিতে সেনা বিদ্রোহের ঘটনা ঘটার আগেই তুরস্কে পৌঁছে গেছেন বার্সিলোনার মিডফিল্ডার আরদা তুরান, সাবেক খেলোয়াড় চার্লস পিওল, ডেকো এবং এরিক আবিদাল। তুরস্কের রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলে সেনাবাহিনীর একটি গ্রুপের ওই বিদ্রোহে প্রাণহানির ঘটনা ঘটলেও খেলোয়াড়রা নিরাপদেই আছেন বলে জানিয়েছে বার্সা কর্তৃপক্ষ। ক্লাবটির দাবি তারা সবাই ঝুঁকিপূর্ণ এলাকার অনেক বাইরে অবস্থান করছেন। এ কোথায় চাকরি নিলেন হিথ স্ট্রিক! স্পোর্টস রিপোর্টার ॥ ছিলেন বাংলাদেশের বোলিং কোচ। তার পরিচর্যায় অভূতপূর্ব উন্নতি করে তাসকিন আহমেদ-রুবেল হোসেনরা। মাশরাফি-বিন মর্তুজাদের সঙ্গে এদেশের মানুষের কাছে তিনিও হয়ে উঠেছিলেন একজন তারকা। প্রবাদে আছে, ‘সুখে থাকলে ভূতে কিলায়’। গুজরাট লায়ন্সের হয়ে আইপিএলে যাওয়ার পর আশায় ছিলেন মোড়ল দেশ ভারতের জাতীয় দল, একাডেমি বা অন্য কোন গুরুত্বপূর্ণ স্থানে জায়গা করে নেবেন। শেষ পর্যন্ত কপালে জুটল উত্তর প্রদেশের গৌরহরি সিংহনিয়া ক্রিকেট একাডেমির পরামর্শকের চাকরি! শনিবার উত্তর প্রদেশ ক্রিকেট এ্যাসোসিয়েশনের (ইউপিসিএ) কার্যনির্বাহী সভায় ৪২ বছর বয়সী স্ট্রিককে এ দায়িত্ব দেয়া হয়। স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন সাবেক জিম্বাবুইয়ে অধিনায়ক। আইপিএলে গুজরাটের হয়ে কাজ করার সময়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চুক্তির মেয়াদ বাড়াবেন না বলে জানিয়ে দেন। ভারতীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন ছিল, দেশটির জাতীয় একাডেমির বোলিং কোচ হিসেবে আবেদন করেছেন তিনি। অথচ সেটি তো হলোই না, উল্টো বেকার হওয়ার ভয়ে কোথাকার কোন গৌরহরি একাডেমিতে ঢুকে পড়লেন! ২০১৪ সালে দুই বছরের জন্য বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পেয়েছিলেন স্ট্রিক। গত মে মাসে সেই মেয়াদ শেষ হয়। এদিকে বিসিবি থেকে জানানো হয়েছে, শীঘ্রই টাইগারদের নতুন বোলিং কোচের নাম ঘোষণা করা হবে। আইসিসির আপত্তি মিনি আইপিএলে স্পোর্টস রিপোর্টার ॥ ‘মিনি’ নামে এ বছরই আরও একটি আইপিএল আয়োজন করতে চেয়েছিল ভারত। অর্থের ঝনঝনানির বিষয়টি মাথায় রেখে ইন্ডিয়ান বোর্ডের (বিসিসিআই) এমন পরিকল্পনা। তাতে বড় ধাক্কা লাগল। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সর্বশেষ বার্ষিক সভায় মিনি আইপিএলে আপত্তি জানানো হয়েছে। কারণ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এটি মানছে না। তারা দ্বিপক্ষীয় সিরিজ ও ক্রিকেটারদের ভবিষ্যত নিয়ে ভাবছে।
×