ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জ্যামাইকা জিতল সাকিবের ব্যাটে

প্রকাশিত: ০৬:২৭, ১৭ জুলাই ২০১৬

 জ্যামাইকা জিতল সাকিবের ব্যাটে

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিবিয়ান ক্রিকেট লীগে (সিপিএল) গায়ানা এ্যামাজন ওয়ারিয়র্স পয়েন্ট তালিকার শীর্ষে আছে। সেই দলকেই দুর্দান্ত ব্যাটিং করে হারিয়ে দিলেন জ্যামাইকা তালাওয়াহসের সাকিব আল হাসান। ৪৭ বলে ৭ চারে অপরাজিত ৫৪ রানের ইনিংসে জ্যামাইকা তালাওয়াহসকে ৫ উইকেটে জেতালেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব। সেই সঙ্গে ৭ পয়েন্ট নিয়ে জ্যামাইকা দ্বিতীয়ও হয়ে গেল। ম্যাচসেরাও হলেন সাকিব। গায়ানা এ্যামাজন ওয়ারিয়র্সের দেয়া মাত্র ১২৯ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ২ রানে চার উইকেট হা???রিয়ে ফেলে জ্যামাইকা। দলীয় ৪৫ রানে আন্দ্রে রাসেল আউট হলে বিপদ আরও বাড়ে। সেখান থেকে দলের হাল ধরেন সাকিব। ক্রিস গেইলকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ৪৩ বলে নিজের অর্ধশতক পূরণ করেন সাকিব। শেষ পর্যন্ত ৪৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ২৯ বলে ৪৫ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন ক্রিস গেইল। ২ ওভারে ২০ রান দিয়ে একটি উইকেটও নেন সাকিব। তবে সাকিব মূলত ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন বিপদের সময় ব্যাট হাতে দলকে জেতানোয়। এবারের সিপিএলে এ নিয়ে ৫টি ম্যাচ খেলেন সাকিব। দলও ৫টি ম্যাচ খেলে। তবে গায়ানার বিপক্ষে ম্যাচের আগে খুব বেশি জ্বলে উঠতে পারেননি। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। তাই কিছুই করার থাকেনি। তবে বাকি তিন ম্যাচের মধ্যে এ্যামাজনের বিপক্ষে ২৫ রান ও ১ উইকেট নেন। ত্রিনবাগোর বিপক্ষে ব্যাট করতে পারেননি। বল হাতে উইকেটশূন্য থাকেন। প্রথম ম্যাচে সেন্ট কিটস এ্যান্ড নেভিসের বিপক্ষে ৭ রান ও ১ উইকেট নেন। এবার গায়নার বিপক্ষে ব্যাট হাতে ম্যাচই জিতিয়ে দেন সাকিব। এ ম্যাচটিতে খেলতে নামার আগে সিপিএলের হয়ে সমর্থন চান সাকিব। সিপিএলে আগেও একবার খেলেছিলেন সাকিব। তিন বছর আগে ওয়েস্ট ইন্ডিজের এই টি২০ প্রতিযোগিতায় তার দল ছিল বার্বাডোজ ট্রাইডেন্টস। মাঝে দুই বছর সিপিএলে খেলেননি। এবার সাকিব খেলছেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। নতুন দল আর নিজের জন্য ভক্তদের কাছে শুভকামনা চেয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে এক ভিডিওবার্তা প্রকাশ করেছেন সাকিব। সেখানে তিনি বলেছেন, ‘সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আমি জানি, আপনারা আমার খেলা দেখছেন এবং আমাকে সাপোর্ট করছেন।
×