ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিরোপা জিতে ইতিহাস গড়তে চায় চট্টগ্রাম আবাহনী

প্রকাশিত: ০৬:২৫, ১৭ জুলাই ২০১৬

শিরোপা জিতে ইতিহাস গড়তে চায় চট্টগ্রাম আবাহনী

স্পোটর্স রিপোর্টার ॥ নতুন আঙ্গিকে আগামী ২৪ জুলাই থেকে পর্দা উঠছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের। এবারের লীগটি ব্যক্তিক্রম। কেননা এই প্রথম লীগের খেলাগুলো হবে ঢাকাসহ মোট সাতটি ভেন্যুতে এবং দেশের বিভিন্ন স্থানে। লীগ শুরুর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পরিকল্পনা অনুযায়ী ধারাবাহিক তিন পর্বের দ্বিতীয় পর্বের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার দুপুরে বাফুফে ভবনে। এতে উপস্থিত ছিলেন বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী, বাফুফের জনসংযোগ কর্মকর্তা আহসান আহমেদ অমিত এবং ফেনী সকার, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, টিম বিজেএমসি এবং চট্টগ্রাম আবাহনী লিমিটেডের কোচ, ম্যানেজার এবং অধিনায়করা। লীগে এ চার দলই ভাল খেলার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি অবস্থানের বিষয়টিও পরিষ্কার করে। লীগে তৃতীয় থেকে পঞ্চমÑ এই স্থানগুলোর কথাই সবচেয়ে বেশি আলোচিত হয়। যেমন মোহামেডান গতবার তৃতীয় হয়েছিল। এবারও তাদের লক্ষ্য আগের স্থান ধরে রাখা। চট্টগ্রাম আবাহনী গতবার কোনমতে রেলিগেশন এড়িয়ে নবম হয়েছিল (১১ দলের মধ্যে)। শক্তিশালী দলগঠন করায় এবং দুটি টুর্নামেন্টের শিরোপা জিতে তাদের চোখ এখন লীগ শিরোপায়। গত লীগে সাত ও আট নম্বরে থেকে লীগ শেষ করে বিজেএমসি এবং সকার ক্লাব। এবার অন্তত পঞ্চম হবার প্রত্যাশা স্থান বিজেএমসির। সকারের আশা দ্বিতীয় হওয়া। তবে দলগুলোর লক্ষ্য-উদ্দেশ্য অভিন্ন হলেও, ভেন্যু নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। সাতটি ভেন্যুতে খেলা হবে, ভ্রমণক্লান্তি নিয়ে কিছুটা শঙ্কিত দলগুলো। আবার এ বিষয়ে ইতিবাচক বক্তব্যও এসেছে। যেহেতু বিমানযোগে দলগুলো একটা ভেন্যু থেকে আরেকটা ভেন্যুতে যাবে, সেহেতু খুব বেশি ভ্রমণের ধকল পোহাতে হবে না। দেশব্যাপী ফুটবল ছড়িয়ে দিতে এবং এর হারানো গৌরব ফিরিয়ে আনতে এতটুকু কষ্ট করতে রাজি দলগুলো। পেশাদার লীগের সর্বশেষ আসরে ১১ দলের মধ্যে অষ্টম হয়েছিল ফেনী সকার। এবার সেই দলটি চায় সেরা দুইয়ে থাকতে। দলের নাইজেরিয়ান কোচ লাডি বাবা বলেন, ‘আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। দীর্ঘ সময় প্রস্তুতি না নিলেও আশাকরি এই স্বল্প সময়ের প্রস্তুতিতেই লীগে ভাল খেলবো। ছেলেরা তাদের সেরাটি দিয়েই শীর্ষ দুইয়ে থাকতে চেষ্টা করবে।’ তবে দলের অধিনায়ক-ফরোয়ার্ড আকবর হোসেন রিদনের আবার ভিন্ন মত, ফেনী সকার ঢাকার বাইরে একমাত্র দল, যারা টানা সাত মৌসুম পেশাদার লীগ খেলছে। আমাদের লক্ষ্য সেরা ছয় দলের মধ্যে থাকা। মোহামেডান যে শেষ কবে লীগের শিরোপা জিতেছে (২০০২) তা বোধকরি ক্লাবটির সমর্থকদেরও মনে নেই! যে কোন পর্যায়ে তাদের সর্বশেষ শিরোপা সুপার কাপ জয়। তাও সেটা তিন বছর আগে, ২০১৩ সালে। দলের কোচ কাজী জসিমউদ্দিন আহমেদ জোসি বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার মতো দল আমরা গড়তে পারিনি। তবে লীগে ভাল খেলে সবার মন জয় করার চেষ্টা করব। শীর্ষ তিনে থেকে লীগ শেষ করতে পারলে খুশি হব।’ মোহামেডান অধিনায়ক-গিনি ফরোয়ার্ড ইসমাঈল বাঙ্গুরা বলেন, ‘অনুশীলন ভাল হচ্ছে। দুই বেলা কঠোর অনুশীলন করছি। প্রত্যাশা করছি লীগে ভাল কিছু হবে। চলতি বছর আমরা স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপে ভাল খেলতে পারিনি। লীগে চ্যাম্পিয়নশিপের জন্যই লড়ব আমরা।’ চলতি মৌসুমে ফেডারেশন কাপে সেমিফাইনাল পর্যন্ত ওঠেছিল বিজেএমসি। আসন্ন লীগ প্রসঙ্গে দলটির কোচ সাইদুল ইসলাম বলেন, ‘লীগ সামনে রেখে আমাদের প্রস্তুতি বেশ ভাল হচ্ছে। আশাকরি লীগে ভাল করবে দল। গতবার আমরা সপ্তম হয়েছিলাম। এবার আমাদের লক্ষ্য আরেকটু ওপরে। দেশী-বিদেশীদের সমন্বয়ে আমাদের দলটি বেশ ভালই। কিংসলে ইনজুরিতে ছিল। সে লীগের আগেই সম্পূর্ণ সেরে ওঠবে।’ দলটির অধিনায়ক-গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল বলেন, ‘আমাদের অনুশীলন ভাল হচ্ছে। স্বাধীনতা কাপ এবং ফেডারশন কাপে আমরা যে ভুলগুলো করেছি সেটা লীগে না করার চেষ্টা করব এবং অবশ্যই দলকে ভাল একটা অবস্থানে নিয়ে যেতে চেষ্টা করবো।’ চলতি মৌসুমে প্রথমবারের মতো স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে চট্টগ্রাম আবাহনী। সমর্থকদের প্রত্যাশার চাপে পড়ে ফেডারেশন কাপে বাজে খেলে তারা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। তবে লীগে চ্যাম্পিয়ন হয়ে আবারও ইতিহাস গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দলের ম্যানেজার শাকিল মাহমুদ চৌধুরী। দলটির স্লোভাকিয়ান কোচ জোসেফ প্যাভলিক দলের সঙ্গে অনুশীলনে চট্টগ্রামে থাকায় তার পরিবর্তে শাকিল সংবাদ সম্মেলনে অংশ নেন। তিনি বলেন, ‘এবারের লীগে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। সবকিছু ঠিক থাকলে অবশ্যই আমরা কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারব।’ শাকিলের উল্টো সুরে কথা বলেছেন জাতীয় দল এবং চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক-মিডফিল্ডার মামুনুল ইসলাম, ফেডারেশন কাপে গ্রুপ পর্ব থেকে বিদায় আমাদের জন্য বড় ধাক্কা। ক্লাব কর্মকর্তাদের প্রত্যাশা আমরা পূরণ করতে পারিনি। ফেডারেশন কাপের ভুল থেকে শিক্ষা নিয়ে লীগে ভাল কিছু চেষ্ট করব।
×