ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুভেন্টাসে হিগুয়েইন, পিএসজিতে যাচ্ছেন না গ্রিজম্যান

রিয়াদ মাহরেজে দৃষ্টি আর্সেনালের

প্রকাশিত: ০৬:২৫, ১৭ জুলাই ২০১৬

রিয়াদ মাহরেজে দৃষ্টি আর্সেনালের

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে রূপকথার জন্ম দিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হয় লিচেস্টার সিটি। যার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রিয়াদ মাহরেজ। তবে ক্লাব ইতিহাসের প্রথম শিরোপা উপহার দিলেও লিচেস্টার সিটিতে থাকতে অনীহা প্রকাশ করেছেন তিনি। যে কারণেই লিচেস্টারের সঙ্গে আর নতুন চুক্তি করেননি এই আলজেরিয়ান উইঙ্গার। পূর্বের চুক্তি-অনুযায়ী সাপ্তাহিক ৩৫,০০০ হাজার পাউন্ড অর্থ পান মাহরেজ। আর নতুন চুক্তিতে সাপ্তাহিক ৮০,০০০ হাজার পাউন্ডের প্রস্তাব দেয় লিচেস্টার সিটি। কিন্তু তা গ্রহণ করেননি তিনি। গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নদের থেকে দূরে গিয়ে নতুন করে চ্যালেঞ্জ নিতে চান রিয়াদ মাহরেজ। আর এই সুযোগটা কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে প্রিমিয়ার লীগেরই আর্সেনাল, স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা এবং ফ্রেঞ্চ লীগ ওয়ানের দল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে পিএসজি ও বার্সিলোনার চেয়েও রিয়াদ মাহরেজকে কেনার ব্যাপারে বেশি আগ্রহী আর্সেন ওয়েঙ্গারের দল। গনাররা এবার হিগুয়েইনকেও দলে ভেড়াতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাৎসরিক ৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইনের সাথে চার বছরের চুক্তি নিশ্চিত করেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। আর্জেন্টাইন এই স্ট্রাইকার এবারের গ্রীষ্মে সিরি ’এর আরেক বড় দল নেপোলি থেকে সরে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর সেই সুযোগটাকেই পুরোপুরি কাজে লাগিয়েছে জুভেন্টাস। নেপোলি ছাড়ার ঘোষণার পরপরই হিগুয়েইনকে দলে নিতে বেশ কিছু ক্লাব আগ্রহ প্রকাশ করে। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লীগ জায়ান্ট আর্সেনালও ছিল। গত মৌসুমে ৩৫ ম্যাচে নেপোলির হয়ে হিগুয়েইন ৩৬ গোল করেছেন। তবে সব ক্লাবকে ছাপিয়ে জুভেন্টাসই এই দৌড়ে এগিয়ে গেল। যদিও এখনও বেশ কিছু শর্ত নিয়ে উভয় ক্লাবের মধ্যেই আলোচনা চলছে। হিগুয়েইনকে দলে নিতে জুভেন্টাসের হয়তো মিডফিল্ডার রবার্তো পেরেইরাকে ছেড়ে দিতে হতে পারে। তবে এই তালিকায় আরও নাম রয়েছে প্রতিভাবান সেন্টার ব্যাক ড্যানিয়েল রুগানির। আগামী কয়েক দিনের মধ্যেই জুভেন্টাসের জেনারেল ডিরেক্টর গিওসিপ্পে মারোত্তা নেপোলির কর্মকর্তাদের সাথে আলোচনা করে সম্ভাব্য সবকিছু চূড়ান্ত করবেন। মূলত দলের অন্যতম মূল স্ট্রাইকার পল পগবার ভবিষ্যত নিয়ে শঙ্কা থেকেই জুভেন্টাস হিগুয়েইনকে দলে ভেড়াতে বেশি আগ্রহী হয়ে পড়ে। ট্রান্সফার মার্কেটে গুজব রয়েছে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পগবা আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি করতে যাচ্ছেন। এদিকে সদ্য সমাপ্ত ইউরোতে আলো ছড়ানো এ্যান্টনি গ্রিজম্যানকে পেতেও আগ্রহী হয়ে উঠছে বিশ্বের বিভিন্ন নামি-দামি ক্লাব। বিশেষ করে ফরাসী এই তারকাকে পেতে প্রস্তাব দিয়েছে লীগ ওয়ানের চ্যাম্পিয়ন দল পিএসজি। গ্রিজম্যানের প্রতিনিধি এরিক ওলহ্যাটস একথা জানিয়েছেন। ইউরোপের সেরা ক্লাবগুলো গ্রিজম্যানকে নজরে রাখলেও আপাতত ক্লাব ছাড়ার কোন ইচ্ছে নেই তার। ভিসেন্তে ক্যালদেরনের ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদেই থাকতে চান ২৫ বছর বয়সী এই তারকা। এক সাক্ষাতকারে ওলহ্যাটস জানান, পিএসজির পক্ষ থেকে একটি প্রস্তাব ছিল। কিন্তু আমি শতভাগ নিশ্চিত যে সে এখানেই চালিয়ে যাবে। ঘরের মাঠে ইউরো ২০১৬ আসরে সেরা পারফর্মেন্সের জন্য গোল্ডেন বুটের পুরস্কার জেতেন গ্রিজম্যান। এ্যাটলেটিকোর কৌশলী কোচ ডিয়েগো সিমিওনের অধীনে চালিয়ে যাওয়ার কথা আগেই জানিয়েছেন এই ফ্রেঞ্চম্যান। তিনি বলেন, আমি এই পরিবারের সঙ্গে খেলতে পেরে খুবই সুখী। ক্লাবটির পরিকল্পনা আমার খুবই পছন্দ। ২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে এাটলেটিকো মাদ্রিদে যোগ দেন গ্রিজমান। মাদ্রিদের এই ক্লাবটির জার্সিতে ১০৭ ম্যাচে ৫৭ গোল করেছেন ফরাসী এই তারকা।
×