ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১০০ মিটারে জিতেও সন্তুষ্ট না শিপার্স

প্রকাশিত: ০৬:২৪, ১৭ জুলাই ২০১৬

১০০ মিটারে জিতেও সন্তুষ্ট না শিপার্স

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র ১৯ দিন পর শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ গ্রীষ্মকালীন অলিম্পিক। আর মর্যাদার এ আসরে হল্যান্ডের স্প্রিন্ট তারকা ড্যাফনে শিপার্স অন্যতম ফেবারিট স্বর্ণ জয়ের ক্ষেত্রে। কারণ সর্বশেষ বিশ্বচ্যাম্পিয়নশিপসের ২০০ মিটারে স্বর্ণপদক আর ১০০ মিটারে রৌপ্যপদক জিতেছেন তিনি। এবার যে ফর্মে আছেন তাতে করে ডাচরা স্প্রিন্টের দুই ইভেন্ট থেকেই ২৪ বছর বয়সী এ তারকার কাছ থেকে স্বর্ণপদক প্রত্যাশা করছে। রিও ডি জেনিরো অলিম্পিকের শেষ প্রস্তুতিটাও দারুণ হল শিপার্সের। মোনাকোয় ডায়মন্ড লীগ মিটের ১০০ মিটারে জিতে আরেকটি অনুপ্রেরণা পেয়েছেন তিনি। যদিও এবার ওয়ার্ল্ড লিডিং তালিকায় জ্যামাইকান তরুণী স্প্রিন্টার এলেইন থম্পসন আছেন সবার ওপরে। রিও অলিম্পিকে তাই মহিলাদের ১০০ মিটারে বেশ টানটান উত্তেজনাই থাকবে। গত অলিম্পিকেও শিপার্সকে কেউ চিনতেন না স্প্রিন্টার হিসেবে। কারণ সে সময় তিনি ছিলেন হেপ্টাথলন তারকা। সেই ইভেন্ট থেকে অবশ্য দেশকে কিছু উপহার দিতে পারেননি। তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপসে আগে থেকেই ৪ী১০০ মিটার রিলে ইভেন্টে অংশ নিতেন। সে কারণেই কোচের পরামর্শে স্প্রিন্ট ইভেন্টে অনুশীলন শুরু করেন। এর সুফল শিপার্স পেয়েছেন ২০১৩ সালের অনুর্ধ-২৩ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপসে। সেখানে তিনি ১০০ মিটারে স্বর্ণপদক জয় করে নিজেকে একজন স্প্রিন্টার হিসেবে প্রতিষ্ঠিত করেন। এরপর ২০১৪ সালে কন্টিনেন্টাল কাপের ২০০ মিটারে স্বর্ণ, ১০০ মিটারে রৌপ্য এবং একই বছর জুরিখে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপসের ১০০ ও ২০০ মিটারে স্বর্ণপদক জয় করেন তিনি। গত বছর বেজিং বিশ্ব আসরে অবশ্য ১০০ মিটারে রৌপ্য জিতেছেন, কিন্তু ২০০ মিটারে স্বর্ণ জিতে নিজেকে আসন্ন অলিম্পিকের অন্যতম ফেবারিট হিসেবেই প্রমাণ করেছেন। বেজিং বিশ্ব আসরে ২১.৬৩ সেকেন্ডে ২০০ মিটার শেষ করে তিনি নতুন ইউরোপিয়ান রেকর্ড গড়েন। এ কারণে শিপার্সের দিকে দৃষ্টি সবার। এ ডাচ তরুণীও দারুণ আত্মবিশ্বাসী। সেই বিশ্বাসের পেছনে যথেষ্ট অনুপ্রেরণা ইতোমধ্যেই পেয়ে গেছেন। কারণ এ বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপসের ১০০ মিটারে ১০.৯০ সেকেন্ড টাইমিংয়ে স্বর্ণপদক জেতেন শিপার্স। শিপার্সের ১০০ মিটারে ব্যক্তিগত সেরা টাইমিং ১০.৮১ সেকেন্ড। সেটা তিনি গড়েছিলেন গত বছর বেজিং বিশ্ব আসরে। জাতীয় সেই রেকর্ডটা গড়েছিলেন ঠিকই, কিন্তু নিজেই আর তা ছুঁতে পারছেন না। এদিকে চলতি বছরে জ্যামাইকার এলেইন মাত্র ১০.৭০ সেকেন্ড টাইমিং গড়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। জ্যামাইকার জাতীয় চ্যাম্পিয়নশিপসে এ টাইমিং গড়েছেন এবার এলেইন। গত অলিম্পিকের দ্রুততম মানবী শেলী এ্যান ফ্রেজার-প্রাইস ১০.৭৪ টাইমিং নিয়ে দ্বিতীয়, ভেরোনিকা ক্যাম্পবেল ব্রাউন ১০.৮৩ সেকেন্ড নিয়ে ৯ নম্বরে। কিন্তু শিপার্স মোনাকোয় হারিয়ে দিয়েছেন জ্যামাইকার হয়ে ৭ অলিম্পিক পদক জয়ী ভেরোনিকা ক্যাম্পবেলকেই। তিনি ১১.১২ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন। আর শিপার্স সময় নিলেন ১০.৯৪ সেকেন্ড। অবশ্য ২০০ মিটারে হল্যান্ডের বিশ্বচ্যাম্পিয়ন শিপার্স ২১.৬৩ সেকেন্ড নিয়ে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে, ২১.৬৬ সেকেন্ড টাইমিংয়ে এলেইন দুইয়ে এবং ২১.৯৭ সেকেন্ড সময় নিয়ে ক্যাম্পবেল ব্রাউন তৃতীয় অবস্থানে আছেন। মোনাকোর পর আরেকটি সুযোগ আছে শিপার্সের জন্য নিজের উন্নতির। ২২-২৩ জুলাই লন্ডনে অনুষ্ঠিত হবে পরবর্তী ডায়মন্ড লীগ মিট, সেখানেও অংশ নেবেন শিপার্স। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বের দ্রুতগতির মেয়েদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চাইছি এবং ভাল শুরু করতে চাই। আমি আশা করছি ১০.৯০ সেকেন্ডের চেয়ে কমে শেষ করব।’ মোনাকোয় যেখানে প্রতিযোগিতায় নেমেছিলেন শিপার্স সেখান থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে নিস শহরে আত্মঘাতী ট্রাক হামলায় ৮৪ ব্যক্তি নিহত হয়। এ কারণে সবগুলো পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল। এ্যাথলেটরাও কালো ব্যাজ পরেই প্রতিযোগিতা করেছেন। জয়ের পর শিপার্স নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেন। শটপুটে নিউজিল্যান্ডের দু’বার অলিম্পিক ও ৪ বার বিশ্বচ্যাম্পিয়ন ভ্যালেরি এডামস জয় পেয়েছেন তিনি ২০.০৫ মিটার ছুঁড়ে। আর পুরুষদের ১৫০০ মিটারে চমক দিয়েছেন কেনিয়ার রোনাল্ড কোয়েমোই। তিনি হারিয়ে দেন স্বদেশী ফেবারিট এ্যাসবেল কিপরপকে। এ ইভেন্টে ব্রিটেনের মোহাম্মদ ফারাহ হয়েছেন পঞ্চম। মৌসুমের সেরা টাইমিং করে কোয়েমোই ৩ মিনিট ৩০.৪৯ সেকেন্ড জয় পান। আর বিশ্ব আসরের রৌপ্যজয়ী আরেক কেনিয়ান এলিজাহ ম্যানাংগোই দ্বিতীয় ও অলিম্পিক চ্যাম্পিয়ন তাওফিক মাখলাউফি তৃতীয় হন। তবে ফারাহ এতেই সন্তুষ্ট। তিনি বলেন, ‘আমি ৫ ও ১০ কিলোমিটারের দৌড়বিদ। এখানে এই ইভেন্টে মাত্র ৩.৩১ সেকেন্ডে শেষ করেছি, এটা কি অনেক ভাল নয়?’
×