ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে হিমাদ্রি হত্যা মামলার রায় ২৮ জুলাই

প্রকাশিত: ০৬:০২, ১৭ জুলাই ২০১৬

চট্টগ্রামে হিমাদ্রি হত্যা মামলার রায় ২৮ জুলাই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বহুল আলোচিত হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছে আদালত। আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ২৮ জুলাই চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করা হবে। মামলায় আদালতে সব ধরনের যুক্তিতর্ক উপস্থাপনের পর শনিবার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম মানিক রায় ঘোষণার দিন ধার্য করেন। আদালত সূত্র জানায়, মাদক ব্যবসার প্রতিবাদ করায় ২০১২ সালের ২৭ এপ্রিল পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ইংরেজী মাধ্যমের সামারফিল্ড স্কুল এ্যান্ড কলেজের ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমুকে একই আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ‘ফরহাদ ম্যানশন’ নামের ১০১ নম্বর বাড়ির চারতলায় হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে নিমর্মভাবে নির্যাতন করে ছাদ থেকে ফেলে দেয় ওই এলাকার অভিজাত পরিবারের কয়েক বখাটে যুবক। গুরুতর আহত হিমু ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান। মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় ২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৭০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সালেহা-ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশন। শনিবার সকালে বাগমারার ভবানীগঞ্জ নিউমার্কেট চত্বরে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন স্থানীয় এমপি এনামুল হক। বক্তব্য রাখেনÑ রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আকতার প্রমুখ। ‘ভাগেদিন আখড়া’ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ জুলাই ॥ শনিবার সকালে মহাদেবপুর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য মঞ্চ ‘ভাগেদিন আখড়া’র উদ্বোধন করা হলো। সাঁওতালী ভাষা ‘ভাগেদিন আখড়া’, অর্থ ‘শুভদিনের মঞ্চ’। ১৯৯৬ সালে প্রথম এই মাঠে আদিবাসীদের কারাম উৎসব হয়। তখন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন ও বাসদ নওগাঁ জেলা সমন্বয়ক আদিবাসী পরিষদের উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল ওই আয়োজনটি করেছিলেন।
×