ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:০১, ১৭ জুলাই ২০১৬

সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ

বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে মানিকগঞ্জের শহীদ মিরাজ ও তপন স্টেডিয়াম সংলগ্ন পুকুরে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছে। মোট চারটি ক্যাটাগরিতে ৩৩ ছেলে ও ৫ জন মেয়ে সাঁতারু মোট ৩৮ প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। বিচারকরা সেখান থেকে ছয়জন ছেলে ও দুইজন মেয়েকে পরবর্তী রাউন্ডে ঢাকায় অংশ নেয়ার জন্য নির্বাচিত করেন। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেয়া ৮ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের সহকারী ভারপ্রাপ্ত প্রশাসক আয়াতুল্লাহ, নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, লেঃ কমান্ডার নাঈমুল হক প্রমুখ। নদীমাতৃক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের তুলে আনার লক্ষ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে গত ১৯ মে হতে এ সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা শুরু হয়েছে। সারাদেশের ৬৪টি জেলার ৪৮৯টি উপজেলা হতে প্রায় ২৫ হাজার সাঁতারু এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতায় ৪টি বয়সভিত্তিক গ্রুপে (১১-১২ বছর, ১৩-১৫ বছর, ১৫-১৭ বছর এবং ১৮ থেকে তদুর্ধ বয়সী) নারী ও পুরুষ সাঁতারুরা অংশগ্রহণ করছে। গণমাধ্যমে প্রচার প্রচারণার প্রেক্ষিতে ইতোমধ্যে সারাদেশ হতে ব্যাপক সংখ্যক প্রতিযোগী কল সেন্টার (০৯৬৭৮-৮০০৭০০) ও ওয়েবসাইটের (িি.িংযবৎধংযধঃধৎঁ.পড়স) মাধ্যমে রেজিস্ট্রেশন করছেন। আগামী ১৭ জুলাই রাজবাড়ী জেলায় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ধারাবাহিকভাবে বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বাছাই অনুষ্ঠিত হবে। এভাবে সারাদেশ হতে প্রথম পর্বে মোট ১০০০ জন প্রতিভা সম্পন্ন সাঁতারু বাছাই করে ঢাকায় আনা হবে। -বিজ্ঞপ্তি আইএস নেই, জামায়াত বিভিন্ন নামে জঙ্গী হামলা চালাচ্ছে ॥ চীফ হুইপ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৬ জুলাই ॥ জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ বলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি এই জাতীয় সংগীত যারা হৃদয়ে লালন করেন না, তারাই দেশে জঙ্গী হামলা করছে। দেশের উন্নয়নকে ব্যাহত করতে তারাই একেরপর এক হামলা চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনই দেশী-বিদেশী ষড়যন্ত্রে দেশের বিভিন্ন এলাকায় জঙ্গী হামলা চালানো হচ্ছে। তিনি বলেন, দেশে কান আইএস নাই। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিরোধী জামায়াতে ইসলামই আনসার উল্লাহ বাংলা টিম, বাংলা ভাই ইত্যাদি নামে জঙ্গী হামলা করছে। বিএনপি তাদের নীরব সমর্থন দিয়ে যাচ্ছে। দেশকে অস্থিতিশীল রাখতে এবং বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণœ করতে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা জঙ্গীদের অর্থায়ন করছে। দেশের বিভিন্ন বেসরকারী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছেলেদের মগজ ধোলাই করে জঙ্গী করা হচ্ছে। তিনি বাউফলের ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় “জঙ্গীবিরোধী জনপ্রতিরোধ কমিটি” গঠনের দ্বিতীয় দিনে শনিবার নওমালা, আদাবাড়িয়া, বগা, কনকদিয়া, নাজিরপুর, দাশপাড়া, কালাইয়া ও চন্দ্রদ্বীপ ইউনিয়নে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত বিভিন্ন সমাবেশে এ কথা বলেন।
×