ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১২ ॥ আহত ৪০

প্রকাশিত: ০৬:০১, ১৭ জুলাই ২০১৬

স্কুলছাত্রীসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১২ ॥ আহত ৪০

জনকণ্ঠ ডেস্ক ॥ শনিবার বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত হয়েছে ১২জন। আহতের সংখ্যা ৪০। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর কক্সবাজার ॥ টেকনাফে জীপচাপায় তসলিমা বেগম নামে ৩য় শ্রেণীর ছাত্রী নিহত হয়েছে। সে ইসলামাবাদ এলাকার জাফর আলম মিস্ত্রীর মেয়ে। শনিবার দুপুর ১২টায় টেকনাফ লেঙ্গুর বিল রোড়ে এ ঘটনা ঘটে। স্কুলে যাওয়ার জন্য তিন ছাত্রী রিক্সায় ওঠে। বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় শনিবার বিকেল তিনটার দিকে ট্রাকের ধাক্কায় মাহিন্দ্রা (থ্রি-হুইলার) চালক সুজন খলিফা (৩২) নিহত হয়েছে। নিহত সুজন ডাবেরকুল গ্রামের হোসেন খলিফার ছেলে। জানা গেছে, ইচলাদি থেকে মাহিদ্রাযোগে যাত্রী নিতে ভুরঘাটা যাচ্ছিলেন সুজন খলিফা। বিপরীত দিক থেকে আসা ট্রাক মাহিন্দ্রাকে ধাক্কা দিলে দুর্ঘটনা কবলিত হয়ে ঘটনাস্থলেই সুজন মারা যায়। রংপুর ॥ পীরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ দু’জন নিহত ও চারজন আহত হয়েছে। শনিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের লালদীঘি কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহদের মধ্যে একজন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী এলাকার মর্জিনা বেগম। অপরজন ট্রাক শ্রমিক। নাটোর ॥ নাটোরের হয়বতপুরে ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩৫) নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নাটোর-বনপাড়া মহাসড়কের সদর উপজেলার হয়বতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জ ॥ দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। শনিবার সকাল আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলের সঙ্গে ঢাকামুখি পূর্বাশা পরিবহনের বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। এছাড়া একই সড়কের মুলজান এলাকায় সকাল ছয়টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে একজন নিহত হয় ও ১৫ জন আহত হয়। নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী আলমগীর হোসেন (২৫) ও রাজিবুল ইসলাম (২৬)। অপরজন শিবালয় উপজেলার উথলী গ্রামের আকাশ হোসেন (১৭)। ভৈরব ॥ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের ব্রহ্মপুত্র সেতুর পশ্চিম পাড়ে দু’টি বাসের সংর্ঘষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গাজীপুর ॥ শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ চার জন নিহত ও পাঁচজন আহত হয়েছে। নিহতদের মধ্যে এক যুবকের নাম জানা গেলেও তাৎক্ষণিকভাবে অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
×