ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫৯, ১৭ জুলাই ২০১৬

টুকরো খবর

১৮ ঘণ্টা পর লাশ মিলল পুকুরে নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৬ জুলাই ॥ নিখোঁজের ১৮ ঘণ্টা পর শনিবার ভোর ৬টার দিকে এলাকার একটি পুকুরে মিলল পাঁচ বছরের শিশু জুয়েলের ভাসমান লাশ। ঘটনাটি ঘটেছে বগুড়ার সান্তাহার শহরের নতুনবাজার হঠাৎপাড়া মহল্লায়। নিহত শিশু জুয়েল ওই মহল্লার বাসিন্দা হাফিজুর রহমানের ছেলে। জানা গেছে, শিশু জুয়েল শুক্রবার দুপুরে নিখোঁজ হয়। সন্ধ্যায় তার সন্ধান চেয়ে শহরে মাইকিং করা হয়। শনিবার ভোর ৬টার দিকে ওই মহল্লা থেকে প্রায় আধা কিলোমিটার দূরের হাউজিং কলোনির বাসিন্দারা কলোনির পুকুরে একটি শিশুর ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয়। ফেনসিডিলসহ আটক ২ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে ৫০০ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার কাঁকনহাট বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ট্রলিও জব্দ করা হয়েছে। আটককৃতরা হলোÑ উপজেলার নবীনগর বারোহাটি গ্রামের মনিরুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোরশিয়া গ্রামের আনিসুর রহমান। এদের মধ্যে আনিসুর রহমান ট্রলির চালক। কলেজ জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৬ জুলাই ॥ জেলার রাণীশংকৈল উপজেলায় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ‘নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ’কে জাতীয়করণের দাবিতে শনিবার সংবাদ সম্মেলন করেছেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ শাহ্জাহান আলী লিখিত বক্তব্যে বলেন, ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধুর নামে কলেজটি প্রতিষ্ঠিত করায় পরবর্তী কয়েক সরকারের রোষানলে পড়তে হয়েছিল এবং কলেজের নাম পরিবর্তনের চাপ সহ্য করে কলেজটি উন্নয়নে এগিয়ে গেছে এবং এখনও সুনামের সঙ্গে ও মনোরম পরিবেশে কলেজ পরিচালিত হয়ে আসছে। প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী প্রতিষ্ঠানটিতে লোখাপড়া করলেও জাতীয়করণ না করার জন্য নিশ্চয়ই কেউ চক্রান্ত করছে। ভেজাল চালসহ ট্রাক জব্দ নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর নেত্রকোনা, ১৬ জুলাই ॥ জেলার দুর্গাপুর সরকারী খাদ্যগুদামের কর্মকর্তা দেবব্রত বিশ্বাসের বিরুদ্ধে নানা অপকর্মসহ উৎকোচ গ্রহণ ও কৃষক হয়রানির অভিযোগ পাওয়া গেছে শনিবার। সরকারী নির্দেশ অনুযায়ী শুকনা, চিটামুক্ত, উজ্জ্বল সোনালী রংয়ের বিআর-২৮, ২৯ জাতের দুই হাজার ৪৮৩ টন ধান ক্রয় করার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত তিনি মাত্র ক্রয় করেন ৯শ’ টন। অপরদিকে একটি সিন্ডিকেটের মাধ্যমে অত্যন্ত কৌশলে চিকন ধানগুলো বিভিন্ন চালকলে পাঠিয়ে সেখান থেকে মোটা হীরা-০২ চাল গুদামজাত করছেন। এ খরবটি জানজানি হলে পৌর মেয়র হাজী আব্দুস সালাম, জনপ্রতিনিধি ও সুধীজনদের নিয়ে শনিবার দুপুরে পুলিশসহ খাদ্যগুদামে গিয়ে ৪শ’ বস্তা ভেজাল চালভর্তি দুটি ট্রাক দেখতে পান। এ সময় এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তা জব্দ করেন। অতিরিক্ত ভাড়া আদায় ॥ বাস জব্দ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে মুন্সীগঞ্জ শহরের লিচুতলা এলাকায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী দুর্ভোগের অভিযোগে দিঘীরপাড় ট্রান্সপোর্টের ৮টি বাস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ওই ট্রান্সপোর্টের মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট আব্দুল আল-মামুন। তিনি বাস জব্দ ও জরিমানার কথা নিশ্চিত করে বলেন, ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে যাত্রী প্রতি ৪৩ টাকা। সেখানে দিঘীরপাড় ট্রান্সপোর্ট পরিবহনের বাসে যাত্রী প্রতি ৬০ টাকা ভাড়া আদায় করা হয়। বিদ্যুতস্পৃষ্টে ফার্ম মালিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১৬ জুলাই ॥ দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মর্জেম মল্লিক (৫৫) নামে এক মুরগি ফার্ম মালিকের মৃত্যু হয়েছে। তিনি চিৎলা গ্রামের আরমান মল্লিকের ছেলে। জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চিৎলা হাসপাতালপাড়ার আরমান মল্লিকের ছেলে মর্জেম মল্লিক তার মুরগির ফার্মে কাজ করছিলেন। গণবিশ^বিদ্যালয়ে শিক্ষকদের প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৬ জুলাই ॥ সাভার গণবিশ্ববিদ্যালয়ে ‘টিচিং-প্ল্যানিং, লার্নিং এ্যাসেসমেন্ট এ্যান্ড কারিকুলাম’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গণবিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের আইকিউএসির সভাকক্ষে শিক্ষকদের জন্য এ প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিওরেন্স সেল। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক ও অনুজীব বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মোস্তাফিজার রহমান। প্রশিক্ষণ দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ড. এম মোজাহার আলী। হয়রানি না করার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৬ জুলাই ॥ মধুখালী উপজেলার ডুমাইন গ্রামে কৃষক পরিবারকে প্রশাসন হয়রানি না করার দাবিতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে এলাকাবাসী। শনিবার সকালে ওই গ্রামের কয়েক শ’ নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, ৩নং ওয়ার্ড সভাপতি সৈয়দ আলী শেখ, আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি বিল্লাল মোল্লা, সাবেক সেনাসদস্য আয়ুব আলী শেখ, ভুক্তভাগী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, জাকিয়া সুলতানা, সোহেলী বেগম বক্তব্য রাখেন। বক্তারা জানান, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ র‌্যাবকে প্রভাবিত করে গ্রামের ওই যুবককে তিনবার গ্রেফতার করায়। ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
×