ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কপোতাক্ষ থেকে অবাধে বালু উত্তোলন

প্রকাশিত: ০৫:৫৮, ১৭ জুলাই ২০১৬

কপোতাক্ষ থেকে অবাধে বালু উত্তোলন

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৬ জুলাই ॥ কপোতাক্ষ নদ থেকে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এতে ত্রিমোহিনী বাজারসহ নদের দু’তীরের জনবসতি হুমকির মুখে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ- কপোতাক্ষ নদের গভীর থেকে বালু উত্তোলন করায় তাদের বাড়িঘর ও ত্রিমোহিনী বাজার যে কোন সময় ধসে যাবে। প্রকাশ্যে বালু উত্তোলনের উৎসব চললেও প্রশাসন নীরব ভূমিকা পালন করে চলেছে। সরেজমিন শুক্রবার কপোতাক্ষ নদের ত্রিমোহিনী বাজার, চাঁদড়া, মির্জানগর, গোপালপুর এলাকায় গিয়ে দেখা যায়, ত্রিমোহিনী বাজারের কাছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। নদ থেকে ১৭শ’ ফুট দূরে ত্রিমোহিনী বালিকা বিদ্যালয়ের কাছে বালি জমা করা হচ্ছে। ত্রিমোহিনী বাজার সংলগ্ন চাঁদড়া গ্রামের বাবর আলী সরদার বাবু এবং আব্দুর রউপ ওরফে বাবলু এক বছর ধরে এভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে বলে এলাকাবাসী জানান। গোপালগঞ্জ থেকে আনা ড্রেজার এবং ড্রেজারের মালিক দিপু বিশ্বাস তাদের এ ব্যবসার সাথে জড়িত। যশোরে ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ কবুতরের খাবার দিতে গিয়ে ছাদ থেকে পড়ে আব্দুল্লাহ ফয়সাল (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া খালধার রোডে। নিহত আব্দুল্লাহ ফয়সাল যশোর আলহেরা ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার পিতার নাম আরিফুল ইসলাম ওরফে অলিফ। আরিফুল ইসলাম জানান, সকালে তার ছেলে আব্দুল্লাহ ফয়সাল তিনতলার ছাদে যায় কবুতরের খাবার দিতে। কবুতরের খাবার ছিটানোর সময় পা পিছলে পাশের একটি ঘরের টিনের চালের ওপর পড়ে। শব্দ শুনে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়। হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার কল্লোল কুমার সাহা জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।
×