ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমতলীতে ভাঙ্গন আতঙ্ক ॥ ১৬ ঘরবাড়ি বিলীন

প্রকাশিত: ০৫:৫৮, ১৭ জুলাই ২০১৬

আমতলীতে ভাঙ্গন আতঙ্ক ॥ ১৬ ঘরবাড়ি বিলীন

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৬ জুলাই ॥ পায়রা নদীর ভাঙ্গন ফের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গত ১৫ দিনে চাওড়া ইউনিয়নের পশ্চিম ঘটখালী গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন, কমিউনিটি ক্লিনিকসহ ১৬টি ঘর নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে জামে মসজিদসহ শতাধিক ঘরবাড়ি পায়রা নদী বক্ষে বিলীন হওয়ার আশঙ্কায় রয়েছে। যে কোন সময় ঘরবাড়ি নদীতে বিলিন হয়ে যেতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়া ও নদী উত্তাল থাকায় গত ১৫ দিন ধরে নদী ভাঙ্গনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। নদী ভেঙ্গে সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন, কমিউনিটি ক্লিনিকসহ পশ্চিম ঘটখালী গ্রামের নজরুল ইসলাম, কাঞ্চন আকন, জহিরুল আকন, মিলন হাওলাদার, আবদুর রব, রাসেল ও লিটন হাওলাদারের ঘরবাড়িসহ ১৬টি ঘরবাড়ি নদী বক্ষে বিলীন হয়ে গেছে। বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম অন্যত্র সরিয়ে নিয়েছে। বিদ্যালয়ের ক্লাস চলছে পার্শ্ববর্তী আবাসন প্রকল্পের ঘরে এবং কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চলছে ঘটখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। এতে ওই এলাকার শিক্ষা ব্যবস্থা ও চিকিৎসা সেবায় ব্যহত হচ্ছে। গ্রামের শতাধিক পরিবার ভাঙ্গন আতঙ্কে দিন কাটাচ্ছে। নদী ভাঙ্গন রোধ না হলে তাদের পথে বসতে হবে। স্থানীয়দের অভিযোগ নদী ভাঙ্গনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোন পদক্ষেপ নিচ্ছে না।
×