ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনুমতি ছাড়াই গাছ কর্তন ইউপি চেয়ারম্যানের

প্রকাশিত: ০৫:৫৭, ১৭ জুলাই ২০১৬

অনুমতি ছাড়াই গাছ কর্তন ইউপি চেয়ারম্যানের

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৬ জুলাই ॥ সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সড়কের পাশ থেকে ২০ লক্ষাধিক টাকার মেহগনি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা প্রকৌশলী চেয়ারম্যান মোতাহের হোসেন জয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, পিংনা ইউনিয়নের বারইপটল-ফুলদহের পাড়া সড়কের পাশ দিয়ে ১৯৯০ সালে মেহগনি গাছ রোপণ করা হয়। স্থানীয় ফুলদহের পাড়া গ্রামের সাজেদা-মমতা ওয়েল ফেয়ার ট্রাস্ট এলজিইডি কার্যালয়ের অনুমতিক্রমে সরকারী সড়কের পাশে বৃক্ষ রোপণ করেছিল। গাছগুলো কর্তনের জন্য সাজেদা-মমতা ওয়েল ফেয়ার ট্রাস্টের সদস্য সচিব আজিজুল আলিম ২০১৫ সালে ৪ নবেম্বর এলজিইডি প্রধান প্রকৌশলী বরাবরে আবেদন করে গাছ কর্তনের অনুমতি পায়নি। স্থানীয় সরকার বিভাগ, ইউনিয়ন পরিষদ ও সাজেদা-মমতা ওয়েল ফেয়ার ট্রাস্ট গাছের উপকার ভোগী। বুধবার পিংনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহের হোসেন সড়কের পাশ থেকে ২০ লক্ষাধিক টাকা মূল্যের ১১টি মেহগনি গাছ কর্তন করেছেন। এলাকাবাসী গাছ কর্তনের বিষয়টি টের পেয়ে উপজেলা প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়। সংবাদ পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা প্রকৌশলী আমজাদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। ইউএনও মিজানুর রহমান কর্তন গাছ জব্দ করেন এবং সেই গাছ অভিযুক্ত চেয়ারম্যানের কাছেই জিম্মায় রাখেন। এ ব্যাপারে পিংনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহের হোসেন জয় জানান, সরকারের অনুমতি ছাড়াই ১১টি মেহগনি গাছ কেটে ১১ লাখ টাকা বিক্রি করেছি। তিনি আরও জানান, গাছ বিক্রির টাকা সাজেদা-মমতা ওয়েল ফেয়ার ট্রাস্টে দান করা হবে।
×