ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে নিরাপদ পানি সরবরাহে এডিবি ২৭ কোটি ডলার দিচ্ছে

প্রকাশিত: ০৫:৫৫, ১৭ জুলাই ২০১৬

রাজধানীতে নিরাপদ পানি সরবরাহে এডিবি ২৭ কোটি ডলার দিচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীবাসীকে নিরাপদ পানের উপযোগী জল সরবরাহ নিশ্চিত করতে একটি প্রকল্পে তহবিল যোগান দেয়ার লক্ষ্যে আজ রবিবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ২৭ কোটি ৫০ লাখ ডলারের একটি চুক্তি সই করতে যাচ্ছে সরকার। ঢাকা ওয়াটার সাপ্লাই এ্যান্ড স্যুয়েজের অথরিটির (ডিডব্লিউএএসএ) ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাসকিম এ. খান এবং এডিবি কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ওই প্রকল্প চুক্তির সূচনা করবেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরবি) সিনিয়র সচিব মোহাম্মদ মেসবাহ উদ্দিন এবং এডিবি কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই ঋণ চুক্তিতে সই করবেন। চুক্তির আওতায় ৪০ কোটি ৮০ লাখ ডলারের ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট বাস্তবায়ন করবে ডিডব্লিউএএসএ। এর মধ্যে সহজ শর্তের ঋণ চুক্তি আওতায় ২৭ কোটি ৫০ লাখ ডলার দেবে এডিবি। এ প্রসঙ্গে উপ-প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম জানান, এই প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা মহানগরীর বাসিন্দারা ২৪ ঘণ্টা নিরাপদ পানীয় জল পাবেন। ২০১৬ সালের ২৪ মে এ প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটি। চীনে প্রত্যাশার চেয়েও বেশি প্রবৃদ্ধি বৈশ্বিক অর্থনৈতিক শ্লথগতির মধ্যেও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়েও বেড়েছে। দেশটির সরকার অবকাঠামো ব্যয় বৃদ্ধির ফলে তা সম্ভব হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীনের পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, জুনে শেষ হওয়া তিন মাস মেয়াদী প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি হয়েছে ৬.৭ শতাংশ। সেখানে প্রত্যাশা ছিল ৬.৬ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, সামনেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির প্রবৃদ্ধির হার স্থিতিশীল থাকবে। শুধু প্রবৃদ্ধি বৃদ্ধি নয়, আলোচ্য প্রান্তিকে চীনের শিল্প উৎপাদন ও খুচরা বিক্রিও পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। এই সময়ে শিল্প উৎপাদন বেড়েছে ৬.২ শতাংশ। সেখানে পূর্বাভাস ছিল ৫.৯ শতাংশ। আর খুচরা বিক্রি বেড়েছে ১০.৬। এর পূর্বাভাস ছিল ১০ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার মেরিডিয়ানার ৪৯ শতাংশ শেয়ার কিনছে কাতার এয়ারওয়েজ ইতালির বেসরকারী বিমান সংস্থা মেরিডিয়ানার ৪৯ শতাংশ শেয়ার কিনছে কাতার এয়ারওয়েজ। ইউরোপের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে এ পদক্ষেপ নিল কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থাটি। সম্প্রতি ফার্নব্রফ আন্তর্জাতিক বিমান শোতে এ সংক্রান্ত এক চুক্তি করেছে কাতার এয়ারওয়েজ ও মেরিডিয়ানা। আগামী অক্টোবরের প্রথমদিকে এ চুক্তি কার্যকর হবে। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশকিছু শর্তে কাতার এয়ারওয়েজের কাছে ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করতে সম্মত হয়েছে মেরিডিয়ানা। তবে শর্ত বা মূল্য সম্পর্কে মুখ খোলেনি কাতার এয়ারওয়েজ। তবে এ চুক্তির ফলে মেরিডিয়ানা অসংখ্য কর্মী বেকারের খাতায় নাম লেখাবে বলে আশঙ্কা করা হচ্ছে। কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী (সিইও) আকবর আল বাকের বলেন, এ চুক্তির ফলে মেরিডিয়ানা আরও সমৃদ্ধ হবে। বিশেষ করে সংস্থাটিতে কর্মীর সংখ্যা আরও বাড়বে। তবে প্রাথমিক পর্যায়ে একটু দুর্ভোগ পোহাতে হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×