ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামে যাচ্ছেন শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৫, ১৭ জুলাই ২০১৬

ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামে যাচ্ছেন শিল্পমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামে যোগ দিতে কেনিয়া যাচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ লক্ষ্যে ১৭ জুলাই তিনি নাইরোবির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ১৮ থেকে ২১ জুলাই নাইরোবির কেনিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কার্ডট এ সম্মেলনের আয়োজন করেছে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী, বিনিয়োগকারী, উর্ধতন সরকারী কর্মকর্তা, বেসরকারী প্রতিষ্ঠানের নির্বাহী এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। এবারের বিনিয়োগ সম্মেলনে টেকসই উন্নয়নের লক্ষ্যে গৃহীত এজেন্ডা-২০৩০ এর বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। এতে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের সিদ্ধান্তকে বাস্তবে রূপায়নের জন্য জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, অর্থায়ন ও প্রযুক্তি স্থানান্তরের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেয়া হবে। তুরস্কের ঘটনায় বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা অর্থনৈতিক রিপোর্টার ॥ ফ্রান্সের নিস শহরে ট্রাক হামলার কোন প্রভাব পড়েনি মার্কিন পুঁজিবাজারে। তবে তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার ঘটনায় বাজারে এর প্রভাব পড়বে কি না তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আশঙ্কা কাজ করছে। রয়টার্সের এক খবরে বলা হয়েছে, অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হওয়ায় পুঁজিবাজারে এর ইতিবাচক প্রভাব রয়েছে। গতকাল সপ্তাহের শেষ কার্যদিবসে ডাউ ইন্ডাসট্রিয়াল সূচক শেষ হয়েছে অপরিবর্তিত অবস্থায়। এদিন টানা ৩ সপ্তাহ উত্থানের মধ্য দিয়ে প্রধান সূচকগুলোকে লেনদেন করতে দেখা যায়। ডাও জোন্স সূচক ১০ পয়েন্টের মতো বাড়ে। এছাড়া স্যান্ডার্ড এ্যান্ড পুওরস ৫০০ সূচক এবং নাসডাক সূচকও কিছুটা বাড়তে দেখা যায়। গত জুনে যুক্তরাষ্ট্রের বাজারে খুচরা বিক্রয় প্রত্যাশার চেয়ে অনেক বেশি হওয়ায় এর ইতিবাচক প্রভাব পড়বে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। কিন্তু তুরস্কের সেনা অভ্যুত্থান ঘটানোর চেষ্টার খবরে তাতে কিছুটা আশঙ্কা তৈরি হয়েছে।
×