ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন সুরক্ষায় নতুন আইন হচ্ছে

প্রকাশিত: ০৫:৫৪, ১৭ জুলাই ২০১৬

ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন সুরক্ষায় নতুন আইন হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন সুরক্ষায় নিবন্ধন উইং চালুর ব্যবস্থা রেখে নতুন করে আইন করছে সরকার। আল?াদা উইং তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে নিয়োগ দেয়া হবে রেজিস্ট্রার। এ উইং পরিচালনায় জনবলও নিয়োগ করা হবে। সম্প্রতি শিল্প মন্ত্রণালয় ‘ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন আইন-২০১৬’-এর খসড়া অংশীজনের মতামত নিয়ে চূড়ান্ত করেছে। আইনটি পাসের জন্য পাঠানো হবে মন্ত্রিপরিষদ বিভাগে। পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরের সহকারী রেজিস্ট্রার আজিম উদ্দিন বলেন, ১৯১১ সালের পুরাতন পেটেন্টস এ্যান্ড ডিজাইন এ্যাক্ট ভেঙ্গে নতুন করে দুটি আইন তৈরি করা হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে পেটেন্ট আইন-২০১৬ এবং অপরটি ডিজাইন আইন-২০১৬। মেধাসম্পদ সংরক্ষণে বাংলাদেশ পেটেন্ট আইন-২০১৬ মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন আইন-২০১৬ এর খসড়া চূড়ান্ত হয়েছে। খুব শীঘ্রই মন্ত্রিসভায় উত্থাপনের জন্য পাঠানো হবে। আইনের খসড়ায় বলা হয়, পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরের রেজিস্ট্রারকে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন নিবন্ধন উইংয়ের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ করা হবে। উইংয়ের সব কাজ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করবেন রেজিস্ট্রার। এ উইংয়ের জন্য নিয়োগ করা হবে প্রয়োজনীয় জনবল। পেটেন্ট ডিজাইন ও টেডমার্কস অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকেও এ উইংয়ে জনবল নিয়োগ করা যাবে। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন নতুন, স্বতন্ত্র ও উৎপাদনযোগ্য হলে নিবন্ধন দেয়া হবে আইনের অন্যান্য বিধান মেনে। বিএইচবিএফসির গত অর্থবছরে মুনাফা ১৬৬.৯৮ কোটি টাকা ২০১৫-১৬ অর্থবছরে বিএইচবিএফসি ১৬৬.৯৮ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। জুলাই, ২০১৫ হতে জুন, ২০১৬ পর্যন্ত সময়ে কর্পোরেশনের মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৪৫.১৮ কোটি টাকা, বিগত অর্থবছরে এই সময়ে যার পরিমাণ ছিল ২৪২.৮৯ কোটি টাকা। ২০১৫-২০১৬ অর্থবছরে কর্পোরেশনের ঋণ আদায় হয়েছে ৫১৮.৪০ কোটি টাকা, যা ২০১৪-২০১৫ অর্থবছরের তুলনায় ৩৫.৬৭ কোটি টাকা বেশি। ২০১৫-২০১৬ অর্থবছরে কর্পোরেশন ঋণ মঞ্জুর করেছে ২৬০.৯১ কোটি টাকা, একই সময়ে ঋণ বিতরণের পরিমাণ ছিল ২৪৭.৩৮ কোটি টাকা। ২০১৫-২০১৬ অর্থবছরে কর্পোরেশনের শ্রেণীকৃত ঋণ পূর্ববর্তী বছরের ৬.৮১% থেকে হ্রাস পেয়ে ৬.১৯% এ দাঁড়িয়েছে। মন্দ ঋণ সঞ্চিতি খাতে কর্পোরেশনের কোন প্রভিশন ঘাটতি নেই। -বিজ্ঞপ্তি
×