ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব বাণিজ্যে এলডিসির রফতানি ২ শতাংশে নিতে হবে

প্রকাশিত: ০৫:৫৪, ১৭ জুলাই ২০১৬

বিশ্ব বাণিজ্যে এলডিসির রফতানি ২ শতাংশে নিতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ নাইরোবি সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এলডিসিভুক্ত দেশগুলোকে ২০২০ সালের মধ্যে বিশ্ব রফতানি বাণিজ্যে ২ শতাংশ অবদান নিশ্চিত করতে হবে। ২০৩০ সালের মধ্যে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণের পর জাতিসংঘের ব্যবস্থায় আঙ্কটাড-২০১৪ হচ্ছে মন্ত্রী পর্যায়ের প্রথম সম্মেলন। বাণিজ্যমন্ত্রী বলেন, এ সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সিদ্ধান্তকে কার্যকর করা। এ সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এ সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এলডিসিভুক্ত দেশগুলোর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে এ সম্মেলনের গৃহীত সিদ্ধান্তসমূহ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোফায়েল আহমেদ সাসটেইনেবল গোল অর্জনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তোফায়েল আহমেদ কেনিয়ার রাজধানী নাইরোবিতে শনিবার অনুষ্ঠিত আঙ্কটাডের আন্তর্জাতিক সম্মেলনে ১৪তম এলডিসিভুক্ত দেশগুলোর মিনিস্ট্রিয়াল কনফারেন্সে সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, এলডিসিভুক্ত দেশসমূহ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। সম্মেলনের শুরুতে মন্ত্রী ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। সম্মেলনে আঙ্কটার্ড সেক্রেটারি জেনারেল ড. মুখিশা কিটুইয়ি, জাতিসংঘে এলডিসিস, এরএরডিসিস এবং সিডসের হাইরিপ্রেজেনটেটিভ গায়ান চন্দ্র আচারিয়া, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান বক্তব্য রাখেন। সম্মেলনের উন্মুক্ত আলোচনায় উগান্ডা, ইথিওপিয়া, ভুটান প্রভৃতি দেশের ডেলিগেশন প্রধানগণ বক্তব্য রাখেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড এ্যান্ড ডেভেলপমেন্টের (আনকটাড) ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগদান করতে ১৫ জুলাই নাইরোবি পৌঁছেছেন। কেনিয়ার রাজধানী নাইরোবিতে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ১৬ থেকে ২২ জুলাই এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এলডিসিভুক্ত দেশসমূহের সমন্বয়কারী ও মুখপাত্র হিসেবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এলডিসি গ্রুপের মিনিস্ট্রিয়াল মিটিংয়ে সভাপতিত্ব করেন এবং ১৭ জুলাাই জি-৭৭ এবং চায়নার ১৪তম মিনিস্ট্রিয়াল মিটিংয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী।
×