ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ভূমিকর মেলার সময় বাড়ল

প্রকাশিত: ০৫:৫৪, ১৭ জুলাই ২০১৬

চট্টগ্রামে ভূমিকর মেলার সময় বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ হোল্ডিং মালিকদের চাহিদা ও অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ রবিবার পর্যন্ত ভূমি কর মেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভূমি কর অফিস। চান্দগাঁওয়ের বিভিন্ন হোল্ডিং মালিকদের কাছে ভূমি অফিসের বকেয়া প্রায় ৯ কোটি ৬১ লাখ ১০ হাজার ৪৫০ টাকা। বকেয়া আদায়ে চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত ভূমি কর মেলার ৩ দিনে আদায় হয়েছে মাত্র ৫৪ লাখ ৫৩ হাজার ৬৫০ টাকা; যা মোট বকেয়ার মাত্র ৫ দশমিক ৬৭ শতাংশ। মেলার হেল্প ডেস্ক থেকে জানা গেছে, গত বুধবার থেকে ৩ দিনের এই ভূমি কর মেলা শুরু হয়। মেলার প্রথম দিনে ২০ লাখ ১ হাজার ২০০ টাকা; দ্বিতীয় দিন বৃহস্পতিবার ২৩ লাখ ৫২ হাজার ৪৫০ টাকা এবং শুক্রবার প্রায় ১১ লাখ টাকা বকেয়া ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। মেলার নির্ধারিত ৩ দিনে মোট ৫৪ লাখ ৫৩ হাজার ৬৫০ টাকার কর আদায় হয়েছে, যা মোট বকেয়ার মাত্র ৫ দশমিক ৬৭ শতাংশ। মেলা সূত্রে জানা গেছে, ভূমি কর মেলার নির্ধারিত ৩ দিনে ৬২০ জন হোল্ডিং মালিক তাদের বকেয়া কর পরিশোধ করেছেন। এছাড়া পরামর্শ সেবা নিয়েছেন ৪৭২ জন এবং নাম জারির আবেদনপত্র জমা দিয়েছেন ৬৫ জন। ভূমি কর মেলার শেষ দিন অর্থাৎ শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, মেলায় প্রচুর লোকজন আসা-যাওয়া করছে। প্রায় সব স্টলের কর্মীরা ব্যস্ত সময় পার করছেন। চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমীন জানান, মেলায় ভূমি মালিকদের অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চললেও অনেকে সকাল ৯টার আগে হাজির হয়েছেন। আবার বিকেল ৫টার পরও জনসমাগম রয়েছে। কর পরিশোধের পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধান জানতেও এখানে আসছেন নগরীর বাসিন্দারা। রুহুল আমীন বলেন, জাতীয় পর্যায়ে এ ধরনের মেলার আয়োজন করা হলে ভূমি উন্নয়ন কর আদায়ের ক্ষেত্রে যেসব ঝামেলা হয়, সেগুলো ৫০ শতাংশ রোধ করা সম্ভব। জাতীয় স্বার্থে এ ধরনের মেলা আয়োজন করা উচিত। একটা সময় বিদ্যুত ও পানির বিলের মতোই ভূমি উন্নয়ন বিল পরিশোধে সচেতন হবে দেশের মানুষ। তিনি আরও জানান, মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার মাধ্যমে সচেতনতা বাড়াতে পারলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন কষ্টকর হবে না। প্রসঙ্গত, ‘ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, ভূমির মালিকানা নিরাপদ রাখুন’-এই সেøাগানে আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে নগরবাসীকে সচেতন করা ও বকেয়া ভূমি উন্নয়ন কর আদায়সহ জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে গত বুধবার থেকে ৩ দিনের ভূমি উন্নয়ন কর মেলার আয়োজন করে চান্দগাঁও সার্কেল ভূমি অফিস। চান্দগাঁও সার্কেলের অধীনে ১৯টি মৌজায় মোট ৪০ হাজার ১৪৭টি খতিয়ান রয়েছে। এর মধ্যে মাত্র ২২ হাজার ৮০১টি খতিয়ানের বিপরীতে খাজনা আদায় হয়েছে; যা মোট খতিয়ানের ৫০ শতাংশের কিছু বেশি। বাকি খতিয়ানের বিপরীতে যেন সহজেই কর আদায় করা যায় এবং করদাতারা যাতে সহজে তাদের কর প্রদান করতে পারে- সেজন্য এই কর মেলার আয়োজন করা হয়।
×