ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্ধারিত সময়ে স্ট্রাটেজিক ইনভেস্টর খুঁজে পেতে হবে

প্রকাশিত: ০৫:৫২, ১৭ জুলাই ২০১৬

নির্ধারিত সময়ে স্ট্রাটেজিক ইনভেস্টর খুঁজে পেতে হবে

নির্ধারিত সময়ে স্ট্রাটেজিক ইনভেস্টর বা কৌশলগত বিনিয়োগকারী খুঁজে না পেলে সেটা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএসইসি চেয়ারম্যান ড. মোঃ খায়রুল হোসেন। দুপুরে ডিএসই ব্রোকারেজ এ্যাসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএসইসি চেয়ারম্যান বলেন, ডিএসইকে সঠিক সময়ের মধ্যে স্ট্রাটেজিক ইনভেস্টর খুঁজতে হবে। আর এ নিয়ে যদি ডিএসইর বিশেষ কোন প্রস্তাব থাকে, তাহলে আগে থেকেই বিএসইসিকে জানাতে হবে। ডিএসইর আবেদনের ভিত্তিতে কৌশলগত বিনিয়োগকারী খোঁজার সময় বাড়ানো হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএসইসিসর কমিশনার স্বপন কুমার বালা, আব্দুস সালাম শিকদার, ডিএসইর চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মিয়া, ডিএসইর এমডি কে এম মাজেদুর রহমান ও ডিএসই ব্রোকারেজ এ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল ইসলাম টিটু। -অর্থনৈতিক রিপোর্টার একীভূতকরণের অনুমতি পেয়েছে সামিট শর্তসাপেক্ষে গ্রুপের তিন কোম্পানির একীভূতকরণের চূড়ান্ত অনুমতি পেয়েছে সামিট পাওয়ার। গত ১৪ জুলাই বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমদের বেঞ্চ এই অনুমতি দেন। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সামিট গ্রুপের ফ্ল্যাগশিপবাহী কোম্পানি সামিট পাওয়ারের সঙ্গে সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড, সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেডের একীভূত হওয়ার কথা। আদালত নতুন করে একটি ভ্যালুয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড, সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেডের সম্পদের পুনর্মূল্যায়ন করার নির্দেশনা দিয়েছেন। এই মূল্যায়ন রিপোর্ট বিএসইসি ও দুই স্টক এক্সচেঞ্জে জমা দিতে হবে। সামিট গ্রুপের আলোচিত চার কোম্পানি এর আগে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের সম্মতির আলোকে একীভূতকরণ প্রক্রিয়া প্রায় শেষ করে। -অর্থনৈতিক রিপোর্টার
×