ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশের শিল্পায়নে শক্তিশালী পুঁজিবাজার প্রয়োজন

প্রকাশিত: ০৫:৫২, ১৭ জুলাই ২০১৬

দেশের শিল্পায়নে শক্তিশালী পুঁজিবাজার প্রয়োজন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের জন্য শক্তিশালী পুঁজিবাজার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল হান্নান জোয়ারদার। তিনি বলেন, পুঁজিবাজার শক্তিশালী হলে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসেবে ভূমিকা রাখতে পারবে খাতটি। বৃহস্পতিবার বিআইসিএম আয়োজিত এক বছর মেয়াদী পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট (পিজিডিসিএম) প্রোগ্রামের ৫ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান এসব কথা বলেন তিনি। মোহাম্মাদ আব্দুল হান্নান জোয়ারদার বলেন, অধ্যবসায় ও একনিষ্ঠার সঙ্গে কোর্সটি সম্পন্ন করলে পুঁজিবাজারের উন্নয়ন এবং পেশাগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। তিনি বলেন, দেশের শিল্প ও অবকাঠামোসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে প্রবৃদ্ধির গতিধারা অব্যাহত রাখার জন্য পুঁজিবাজার বড় ভূমিকা রাখতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে বিআইসিএমের সহযোগী অধ্যাপক নিতাই চন্দ্র দেবনাথ (এফসিএমএ) ও অনুষদ সদস্যগণরা উপস্থিত ছিলেন।
×