ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইভেন্স টেক্সটাইলের লেনদেন আজ

প্রকাশিত: ০৫:৫১, ১৭ জুলাই ২০১৬

ইভেন্স টেক্সটাইলের লেনদেন আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা ইভিন্স টেক্সটাইল লিমিটেডের লেনদেন শুরু হবে আজ রবিবার। ওইদিন কোম্পানি পুঁজিবাজারে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ডিএসইতে কোম্পানির ট্রেডিং কোড হবে ঊঞখ। আর কোম্পানি কোড হবে ১৭৪৭২। এর আগে গত ২৩ জুন কোম্পানিটর আইপিওর লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়। আর ১৯ জুন কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির অনুমোদন পায়। জানা গেছে, আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে ইভেন্স টেক্সটাইল লিমিটেড। কোম্পানিকে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড। এদিকে সম্প্রতি লেনদেন শুরুর আগে বৃহস্পতিবারে প্রকাশিত প্রতিবেদন অনুসারে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। কোম্পানির প্রথম প্রান্তিকে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে এই ইপিএস হয়েছে। সূত্র আরও জানায়, বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারি, ১৬-মার্চ, ১৬) আইপিও পূর্ববর্তী শেয়ার হিসাবে কোম্পানি শেয়ারপ্রতি আয় করেছে ৩৬ পয়সা। আলোচিত সময়ে কোম্পানির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৩ কোটি ৬৯ লাখ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির মুনাফা ছিল ৩ কোটি ৩১ লাখ টাকা। আর ইপিএস ছিল ৩২ পয়সা। ২০১৫ সালের ডিসেম্বরে শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৬২ পয়সা।
×