ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এদেশে বাঙালী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী উভয়ের অধিকার সমান ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫০, ১৭ জুলাই ২০১৬

এদেশে বাঙালী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী উভয়ের অধিকার সমান ॥ তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে বাঙালী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী উভয়ের অধিকার সমান। কেউ কাউকে ছোট-বড় চোখে দেখার সুযোগ নেই। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্যই পাবর্ত্য চট্টগ্রামে বাড়তি জনসংখ্যার চাপ দেয়া যাবে না। পার্বত্য চট্টগ্রাম নিয়ে সমতল ভূমির মানুষের অভিজ্ঞতা অনেক ক্ষেত্রেই অপ্রতুল। তাই পার্বত্য অঞ্চলের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। মন্ত্রী বলেন, আমি সন্তু লারমার প্রতি আহ্বান জানাব পার্বত্য শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়নে সরকারকে আরও একটু সহযোগিতা করুন। এছাড়া ওই এলাকার সংসদ সদস্য ও অন্য জনপ্রতিনিধিরাও এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারেন। শনিবার দুপুরে রাজধানীর সেগুনাবিগচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত শান্তিচুক্তির শর্তানুযায়ী ১৯৯৮ সালের ১৫ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেই মন্ত্রণালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মন্ত্রণালয়ের আয়োজনেই অনুষ্ঠিত হয় এই বিশেষ আলোচনা সভা। মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হক, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা প্রমুখ। মুক্ত আলোচনায় অংশ নেন তিন পার্বত্য জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। শান্তিচুক্তি বাস্তবায়নে বিলম্বের কারণে কিছু ভুল হতে পারে উল্লেখ করে সভায় হাসানুল হক ইনু বলেন, কাজ করলে মানুষের ভুল হয়। এজন্যই তো জবাবদিহিতার সংসদ রয়েছে। তাই সন্তু লারমা যদি আমাদের সহযোগিতা করেন, আশা করি কাজের ক্ষেত্র অনেকটা সহজ হবে। উনাকে (সন্তু লারমা) বলব, আমাদের সরকারের সঙ্গে আরেকটু ঘনিষ্ঠভাবে কাজ করেন। মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে আমাদের ঐতিহাসিক রাজনৈতিক ভুল ছিল। স্বাধীনতা পরবর্তী সংবিধানে তাদের কথা উল্লেখ করা হয়নি।
×