ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

জামালপুরের আশরাফসহ ৮ রাজাকারের রায় চলতি মাসেই

প্রকাশিত: ০৫:৪৫, ১৭ জুলাই ২০১৬

জামালপুরের আশরাফসহ ৮ রাজাকারের রায় চলতি মাসেই

বিকাশ দত্ত ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত জামালপুরের আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসেনসহ ৮ রাজাকারের রায় চলতি মাসেই ঘোষণা হতে পারে বলে প্রসিকিউশন সূত্রে জানা গেছে। এ রায়টি হবে ট্রাইব্যুনালের ২৫তম রায়। বর্তমানে আশরাফসহ দুটি মামলার বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণার জন্য সিএভি রাখা হয়েছে। অপরটি হলো যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ ৯ আসামির মামলা। অন্যদিকে আপীল বিভাগে রায় ঘোষণার পর জামায়াতের নির্বাহী কমিটির অন্যতম সদস্য মীর কাশেম আলীর রিভিউ শুনানির জন্য ২৫ জুলাই দিন নির্ধারণ করেছে চেম্বার জজ। সে দিন পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ শুনানির দিন নির্ধারণ করবেন। প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল জনকণ্ঠকে বলেছেন, যুক্তিতর্ক শেষে জামালপুরের আশরাফ হোসেনসহ ৮ রাজাকারের মামলা টিসিএভি ঘোষণা করা হয়েছে। আামি আশা করছি চলতি মাসেই এ মামলার রায়টি ঘোষণা হতে পারে। এছাড়া যশোরের সাখাওয়াত হোসেনসহ ৯ রাজাকারের মামলাটিও যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য সিএভি রাখা হয়েছে। জামালপুরের ৮ রাজাকারের রায় ঘোষণার পর সেটি রায় ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ পর্যন্ত ট্রাইব্যুনাল গঠনের পর এ পর্যন্ত ২৪টি মামলার রায় হয়েছে। ট্রাইব্যুনাল এ পর্যন্ত ২৪টি মামলায় ৩৪ জনকে বিভিন্ন দ- প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৩ জনের মৃত্যুদ-, এক জনের যাবজ্জীবন, একজনের ৯০ বছরের কারাদ- এবং ১১ জনকে আমৃত্যু কারাদ- প্রদান করা হয়েছে। এর মধ্যে পলাতক আছে ৯ জন। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপীলে চূড়ান্ত রায়ে ৫ জনের মৃত্যুদ- কার্যকরা করা হয়েছে। আর একজনকে মৃত্যুদ- কমিয়ে আমৃত্যু কারাদ- দেয়া হয়েছে। আপীলে মীর কাশেম আলীর ট্রাইব্যুনালের দ-ই বহাল রাখা হয়েছে। ট্রাইব্যুনালের দেয়া দ-ের বিরুদ্ধে আরও ১৩টি মামলা আপীল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ট্রাইব্যুনাল ও সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার কার্যালয় সুত্রে এ খবর জানা গেছে। মীর কাশেম আলী ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদ-প্রাপ্ত বদর বাহিনীর তৃতীয় শীর্ষ নেতা তৎকালীন ইসলামী ছাত্র সংঘের সাধারণ সম্পাদক, চট্টগ্রামের বাঙালী খান, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর দ-ের চূড়ান্ত রায় পুনর্বিবেচনায় আবেদনের শুনানি আগামী ২৫ জুলাই নেবে আপীল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনে সুপ্রীমকোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মঙ্গলবার এই দিন ঠিক করে দেন। একই সঙ্গে আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে। ২৫ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন আপীল বিভাগের বেঞ্চে মীর কাশেম আলীর রিভিউ শুনানির দিন ঠিক করা হবে। রিভিউয়ের দিন ধার্য করতে মঙ্গলবার সকালে আপীল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আবেদন করেন। রিভিউ আবেদনের দ্রুত শুনানির আর্জি জানানো হয়। জামালপুরের ৮ রাজাকার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামালপুরের আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসেনসহ ৮ রাজাকারের রায় যে কোন দিন ঘোষণা করা হবে। প্রসিকিউশন পক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে ১৬ জুন সিএভি (যে কোন দিন রায়) ঘোষণা করা হয়। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ প্রদান করেন। আট আসামি হলেন- ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, মোঃ আশরাফ হোসেন, মোঃ আব্দুল মান্নান, মোঃ আব্দুল বারী, হারুন, মোঃ আবুল হাশেম, এ্যাডভোকেট মোঃ শামসুল হক ওরফে ‘বদর ভাই’ এবং এস এম ইউসুফ আলী। এদের মধ্যে শামসুল ও ইউসুফকে গ্রেফতার করা হয়েছে। বাকি ছয়জনকে পলাতক দেখিয়েই এ মামলার বিচার চলে। যুদ্ধাপরাধের পাঁচ অভিযোগে গত বছর ২৬ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই আটজনের বিচার শুরু করে ট্রাইব্যুনাল। যশোরের ৯ রাজাকার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ ৯ আসামির মামলার রায় ঘোষণা জন্য ১৪ জুলাই সিএভি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যে কোন দিন এ মামলার রায় ঘোষণা করা হবে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ প্রদান করেছেন। বাগেরহাটে চার রাজাকার গ্রেফতার ॥ স্টাফ রিপোর্টার, বাগেরহাট থেকে জানান, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ রাজাকারকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে বাগেরহাট পুলিশ। বিচারপতি এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাগেরহাটের ১২ জন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের গেফতারি পরোয়ানা পেয়ে বাগেরহাট ও খুলনার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জনের মধ্যে চারজনকে গ্রেফতার করে। অন্য আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। গ্রেফতারকৃতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে পাঠানো হবে। বাগেরহাটে পুলিশের অভিযানে আটককৃত ৪ রাজাকার হলো, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি গ্রামের মৃত মোক্তার আলী খানের ছেলে খান আকরাম হোসেন (৬০), একই উপজেলার চাপড়ি গ্রামের মৃত শেখ মোসলেম উদ্দিনের ছেলে শেখ মোহম্মদ উকিল উদ্দিন (৮২), কচুয়া উপজেলার যশোরদি গ্রামের মৃত গফুর আলী মোল্লার ছেলে ইদ্রিস আলী মোল্লা (৬৪) এবং একই উপজেলার উদনখালি গ্রামের মৃত সফদার মোল্লার ছেলে মোঃ মকবুল মোল্লা (৭৯)।
×