ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালে জঙ্গীবাদের বিরুদ্ধে গণসঙ্গীত

প্রকাশিত: ০৩:৫৭, ১৭ জুলাই ২০১৬

বরিশালে জঙ্গীবাদের বিরুদ্ধে গণসঙ্গীত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘জাগো মানুষ-রুখো সন্ত্রাস’ সেøাগানকে সামনে রেখে সকল ধরনের সন্ত্রাস, হত্যাকা- ও জঙ্গীবাদের বিরুদ্ধে নগরীতে প্রতিবাদ সমাবেশ এবং জনসচেতনতা লক্ষ্যে গণসঙ্গীত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধা থেকে মধ্যরাত অবধি অশ্বিনী কুমার টাউন হলের সামনে উদীচী জেলা সংসদ ও বরিশাল নাটকের আয়োজনে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদীচী জেলা সংসদের সভাপতি বিশ্বনাথ দাস মুন্সীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, সংস্কৃতিজন মানবেন্দ্র বটব্যাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের জেলা শাখার সভাপতি এসএম ইকবাল, সম্পাদক মিজানুর রহমান, বীরপ্রতীক মহিউদ্দিন মানিক, সংস্কৃতিজন নজরুল ইসলাম চুন্নু, নারী নেত্রী নুরজাহান বেগম, সাংবাদিক সাইফুর রহমান মিরন, মুরাদ আহম্মেদ, কাজল ঘোষ, বাহাউদ্দিন গোলাপ প্রমুখ। শেষে বিভিন্ন শিল্পীরা প্রতিবাদমুখী গণসঙ্গীত পরিবেশন করেন।
×