ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক জাদুঘর পরিষদের সম্মেলন

প্রকাশিত: ০৩:৫৬, ১৭ জুলাই ২০১৬

আন্তর্জাতিক জাদুঘর পরিষদের সম্মেলন

সংস্কৃতি ডেস্ক ॥ ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামসের (আইকম) ২৪তম সাধারণ সম্মেলন সম্প্রতি ইতালির মিলানে অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ১৩০টি দেশের ৩ হাজার ৫০০ জন পেশাজীবী প্রতিনিধি যোগ দেন। সম্মেলনে আন্তর্জাতিক জাদুঘর পরিষদের সাধারণ সভা, উপদেষ্টা কমিটি সভা এবং আন্তর্জাতিক কমিটিগুলোর সেমিনার ও সাধারণ সভা হয়। একইসঙ্গে অনুষ্ঠিত হয় আইকমের আন্তর্জাতিক ও আঞ্চলিক কমিটিগুলোর নির্বাচন। আইকমের ৭০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রদর্শনী এবং এক্সপো মিলান শিরোনামে ২টি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এবার আইকম এক্সপোর চেয়ারপার্সন হয়েছেন দক্ষিণ কোরিয়ান অধ্যাপক কিডং বাঈ। আইকন বাংলাদেশ জাতীয় কমিটির চেয়ারপার্সন জাহাঙ্গীর হোসেন। নির্বাচনে আগামী ৩ বছরের জন্য নির্বাহী বোর্ডের বোর্ড সদস্য নির্বাচিত হয়েছেন। জাহাঙ্গীর হোসেন সম্মেলনে বোর্ড মিটিং, সাধারণ সভাসহ বিভিন্ন কমিটির সভায় যোগদান করেন। তিনি আইকম বাংলাদেশের বার্ষিক প্রতিবেদন ২০১৫ উপস্থাপন করেন। আইকম বিশ্বের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রধান পেশাজীবী সংস্থা ইউনেস্কোর সাথে সম্পৃক্ত। এর মূল কমিটি ব্যতীত ৩১টি পেশাভিত্তিক আন্তর্জাতিক কমিটি এবং ৫টি আঞ্চলিক কমিটিসহ মোট ১৭২টি কমিটির মাধ্যমে বিভিন্ন কার্যাবলী সম্পাদন করা হয়। ৩ বছর অন্তর সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাছাড়া প্রতি বছর আইকমসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক কমিটি বার্ষিক সভা এবং সেমিনার অনুষ্ঠিত হয়।
×