ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সপ্তক সঙ্গীত বিদ্যালয়ের নৃত্য বিভাগের যাত্রা শুরু

প্রকাশিত: ০৩:৫৬, ১৭ জুলাই ২০১৬

সপ্তক সঙ্গীত বিদ্যালয়ের নৃত্য বিভাগের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সপ্তক সঙ্গীত বিদ্যালয়ের নৃত্য বিভাগের যাত্রা শুরু হয়েছে। এ বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে শুক্রবার রাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ, ঈশ্বরদী থানার ওসি তদন্ত রমজান আলী, কিডস টেলিভিশনের পরিচালক মোঃ সেলিম। সপ্তক সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি শিল্পী আলমগীর, শিল্পী মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মিশুক প্রধান, সহসাধারণ সম্পাদক মাস্টার হাবিবুর রহমান, পায়েল হোসেন রিন্টু, সাংবাদিক গোপাল অধিকারী, সাংবাদিক সুলতান মাহমুদ, কবি বাচ্চু আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সপ্তক সঙ্গীত বিদ্যালয় তার আদর্শ ও নৈতিকতাকে ঠিক রেখে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে গুণীজন সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। একইভাবে এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে রেডিও টেলিভিশনে সঙ্গীত ও অভিনয়ে স্থান দখল করেছেন। তিনি প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।
×