ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে ‘নদ্দিউ নতিম’

প্রকাশিত: ০৩:৫৩, ১৭ জুলাই ২০১৬

হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে ‘নদ্দিউ নতিম’

স্টাফ রিপোর্টার ॥ দেশবরেণ্য সাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে মঞ্চায়ন হবে তারই উপন্যাস থেকে নির্মিত নাটক ‘নদ্দিউ নতিম’। রাজধানী সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আগামী ১৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নাটকটির বিশেষ প্রদর্শনী হবে। হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপ ‘নদ্দিউ নতিম’ নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম আসাদ। এটি ম্যাড থেটারের প্রথম প্রযোজনা। নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, পোশাক পরিকল্পনা করেছেন সোনিয়া হাসান এবং আবহসঙ্গীত পরিকল্পনা করেছেন আর্য মেঘদূত। নাটকের নির্দেশক আসাদুল ইসলাম বলেন, ১৯ জুলাই হুমায়ূন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী। হুমায়ূনের কাজের মধ্য দিয়ে হুমায়ূনকে স্মরণ করতে ওই দিন ম্যাড থেটার নিবেদন করবে নাটক ‘নদ্দিউ নতিম’। গত বছরের ৩০ অক্টোবর ঢাকার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। এরই মধ্যে নাটকটি প্রশংসা কুড়িয়েছে। নাটকের কবি চরিত্রে রূপ দান করেছেন আসাদুল ইসলাম, মুনা চরিত্রে সোনিয়া হাসান এবং কমলের চরিত্রে মেঘদূত। ‘নদ্দিউ নতিম’ নাটকটির বিশেষত্ব হচ্ছে এতে একই পরিবারের তিন শিল্পী অভিনয় করেছেন।
×