ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্কটল্যান্ড স্বাধীনতা নিয়ে ফের গণভোট নয় ॥ মে

প্রকাশিত: ০৩:৫২, ১৭ জুলাই ২০১৬

স্কটল্যান্ড স্বাধীনতা নিয়ে ফের গণভোট নয় ॥ মে

ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে স্কটল্যান্ডের স্বাধীনতার ওপর দ্বিতীয় গণভোট অনুষ্ঠানের সম্ভাবনা বাতিল করে দিয়েছেন। অন্যদিকে এসএনপির ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেন বলেছেন, এডিনবরা পার্লামেন্ট স্বাধীনতা প্রশ্নে গণভোট অনুষ্ঠানের পক্ষে ভোট দিলে তা বাধাগ্রস্ত করা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর জন্য এক অচিন্তনীয় বিষয়। খবর বিবিসির। মে শুক্রবার স্টারজেনের সঙ্গে বৈঠকের পর মত ব্যক্ত করেন যে, স্কটল্যান্ড ইইউয়ের সঙ্গে যুক্তরাজ্যের অবশিষ্টাংশের চেয়ে ভিন্ন সম্পর্ক রাখায় সমর্থ হতে পারে কি-না তিনি সে প্রস্তাব শুনতে ইচ্ছুক। প্রধানমন্ত্রী এমন আভাসও দিয়েছেন যে, তিনি ব্রিটেনের ইইউ ত্যাগের শর্তাবলী নিয়ে ব্লকের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা বিলম্বে করবেন। তার এ সিদ্ধান্তে ইইউর অন্য সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হবে। তারা চায় আলোচনা যত শীঘ্র সম্ভব শুরু হোক। মে বলেছেন, যুক্তরাজ্যের জন্য আমাদের কিছু করারও লক্ষ্য রয়েছে এ রকম মনে করার আগ পর্যন্ত আমি অনুচ্ছেদ ৫০ প্রয়োগ করতে চাই না। নিসের ট্রাকচালক আমাদের সৈনিক ॥ আইএস ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার উপর হামলার দায় স্বীকার করেছে জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। খবর ওয়েবসাইটের। শনিবার তিউনিসিয়ান বংশোদ্ভূত এক ফরাসী নাগরিক ২৫ টনের একটি ট্রাক নিয়ে এই হামলা চালান। হামলার ঘটনার পর পুলিশ ট্রাকে পাওয়া কাগজপত্র থেকে তার এ পরিচয় শনাক্ত করে। হামলায় অন্ততপক্ষে ৮৪ জন নিহত হয়েছেন। আইএস সংশ্লিষ্ট আমাক নিউজ এজেন্সিতে ইস্যু করা এক বিবৃতিতে দলটি হামলায় জড়িত থাকার দায় স্বীকার করে বলে রয়টার্স জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, “ফ্রান্সের নিসে যে ব্যক্তি এই হামলা চালিয়েছেন তিনি ইসলামিক স্টেটের একজন সৈনিক।”
×