ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যে কোন সঙ্কটে খালেদা সামনে এসেছেন ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:৩৬, ১৬ জুলাই ২০১৬

যে কোন সঙ্কটে খালেদা সামনে এসেছেন ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাস-জঙ্গীবাদ মোকাবেলায় সকলের সঙ্গে আলোচনা করেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ঐক্যের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া একজন জাতীয় নেতা। তিনি জাতির যে কোন সঙ্কটময় মুহূর্তে সামনে এগিয়ে এসেছেন। গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে জাতির কঠিন সময়ে এবারও এগিয়ে এসেছেন তিনি। কারণ, সন্ত্রাস ও জঙ্গীবাদের যে ভয়াবহতা সেটা জাতির জন্য মারাত্মক হুমকি। এটাকে মোকাবেলা করার জন্যই বিএনপি চেয়ারপার্সন জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এ ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ গ্রহণে তিনি পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছেন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দেশের বরেণ্য কিছু বিশিষ্ট ব্যক্তির সঙ্গেও তিনি আলোচনা করেছেন। ফখরুল বলেন, সকল রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে সন্ত্রাস ও জঙ্গীবাদের ভয়াবহতা কিভাবে প্রতিরোধ করা যায়, সে ব্যাপারে খালেদা জিয়া কার্যক্রম শুরু করেছেন। ইতোমধ্যেই দলের সিনিয়র নেতা, ২০ দলীয় জোট নেতা ও পেশাজীবীদের মতামত নেয়া হয়েছে। তাদের মতামতগুলো খালেদা জিয়া শুনেছেন। জাতীয় ঐক্য গঠনের ক্ষেত্রে সকলের সঙ্গে আলাপ-আলোচনা করেই খালেদা জিয়া চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। জঙ্গীবাদ মোকাবেলায় ৪০টি নিবন্ধিত দলকে ঐক্যবদ্ধ হতে হবেÑ গয়েশ্বর ॥ দেশে ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। জঙ্গীবাদ মোকাবেলায় এ ৪০টি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। দোষারোপের রাজনীতি দিয়ে জাতীয় সঙ্কটের সমাধান করা যাবে না। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক সংসদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
×