ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুয়েক দিনের মধ্যে দেশজুড়ে বৃষ্টি বাড়বে

প্রকাশিত: ০৮:৩৩, ১৬ জুলাই ২০১৬

দুয়েক দিনের মধ্যে দেশজুড়ে বৃষ্টি বাড়বে

স্টাফ রিপোর্টার ॥ আগামী দুই-একদিনের মধ্যে দেশজুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর আবার সক্রিয় হয়ে উঠেছে এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। বর্ষার শুরু থেকেই এবার বৃষ্টির দেখা মিলছে কম। স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হচ্ছে। গত জুন মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ২৯ ভাগ কম বৃষ্টি হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও দেশের উত্তর ও মধ্যাঞ্চলে সেভাবে বৃষ্টির দাপট নেই। রাজধানী ঢাকায় গত সাতদিনে মাত্র ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অথচ চলতি মাসে স্বাভাবিকের বেশি বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়ে রেখেছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ঢাকায় কম হলেও উপকূলীয় এলাকায় কয়েক দিন ধরে জোরেশোরে বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকায় ৩ মিলিমিটার, টাঙ্গাইলে ৪ মিমি, ফরিদপুরে ১, মাদারীপুরে ১ মিমি, গোপালগঞ্জে ৯ মিমি, ময়মনসিংহে ১ মিমি, নেত্রকোনায় ১ মিমি, চট্টগ্রামে ১ মিমি, সন্দ্বীপে ১০ মিমি, সীতাকু-ে ৯ মিমি, চাঁদপুরে ২ মিমি, মাইজদীকোর্টে ৩ মিমি, ফেনীতে ৫ মিমি, হাতিয়ায় ৪০ মিমি, কক্সবাজারে ৫৫ মিমি, কুতুবদিয়ায় ১৪ মিমি, টেকনাফে ৫৫ মিমি, সিলেটে ৫ মিমি, শ্রীমঙ্গলে ২ মিমি, তেতুলিয়ায় ৭ মিমি, খুলনায় ৯ মিমি, মংলায় ১০ মিমি, সাতক্ষীরায় ১ মিমি, যশোরে ২৫ মিমি, চুয়াডাঙ্গায় ২৬ মিমি, কুমারখালীতে ১১ মিমি, বরিশালে ৫ মিমি, পটুয়াখালীতে ১৭ মিমি, খেপুপাড়ায় ৭৮ মিমি ও ভোলায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর-প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ দিয়ে উত্তর-পূর্ব দিকে বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, জুলাই মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত ১ থেকে ২টি নিম্নচাপে পরিণত হতে পারে। মৌসুমী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু কিছু স্থানে স্বাভাবিক বন্যার আশঙ্কা রয়েছে। আর আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। ওই মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এভাবে সেপ্টেম্বর মাসেও থাকতে পারে স্বাভাবিক। ওই মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
×