ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উত্তরায় নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রকাশিত: ০৮:০৪, ১৬ জুলাই ২০১৬

উত্তরায় নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী উত্তরায় এক নারী বস্তাবন্দী লাশ উদ্ধার হয়েছে। এদিকে মতিঝিলে গুলিভর্তি শাটারগানসহ এক অপরাধীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। পুুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজধানীর উত্তরায় বস্তাবন্দী অজ্ঞাত (৩০) এক নারীর লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে কামাল পাগলার বস্তি থেকে বস্তাবন্দী ওই মহিলার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। শুক্রবার সকালে ওই মহিলার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে তার মরদেহ মর্গের হিমাগারে রাখা হয়েছে। অস্ত্রসহ অপরাধী গ্রেফতার ॥ রাজধানীর মতিঝিল এলাকা থেকে গুলিভর্তি শাটারগানসহ নাজমুল হোসেন ওরফে নাসির (৩০) নামের এক অপরাধীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান এ তথ্য জানান। বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার ॥ নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ থেকে জানান, বুড়িগঙ্গা নদীর ঝাউচর এলাকা থেকে শুক্রবার রাত সাড়ে ৭টায় অজ্ঞাত পরিচয় এক যুবতীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের উপ-পরিদর্শক মোঃ ইলিয়াস মিয়া বলেন, বুড়িগঙ্গা নদীর ঝাউচর এলাকায় কচুরিপানার ভিতর যুবতীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা থেকে লাশ উদ্ধার করা হয়। যুবতীর লাশ ৫-৭ দিনের হবে। লাশে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত সন্ত্রাসীরা যুবতীকে হত্যার পর লাশ গুম করার জন্য বুড়িগঙ্গায় ফেলে দিতে পারে। এ ঘটনায় মামলা হয়েছে।
×