ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রুশ প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক

প্রকাশিত: ০৮:০০, ১৬ জুলাই ২০১৬

রুশ প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার তাঁর পূর্বনির্ধারিত আসেম সম্মেলনে অংশগ্রহণ এবং এর ফাঁকে বেশ কয়েকজন এশিয়া ও ইউরোপীয় নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের মধ্যদিয়ে মঙ্গোলিয়া সফরের প্রথমদিন অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটিয়েছেন। খবর বাসসর। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভ এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্টেলনি সিলভেরি ছাড়াও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পররাষ্ট্র সচিব মোঃ শহিদুল হক বিকেলে আসেম সম্মেলন এবং দ্বিপাক্ষিক বৈঠকগুলোর বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ এবং তাঁর জনগণের সংঘবদ্ধ প্রতিরোধের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যায় পর্যন্ত জনগণের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করেন। ইতালির পররাষ্ট্রমন্ত্রী এ সময় সন্ত্রাস দমনে বাংলাদেশের ত্বরিত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সন্ত্রাসী হামলায় নিহত ইতালির ভাগ্যাহত নাগরিকদের মৃতদেহ দেশে ফেরত পাঠানোর উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তিনি এ সময় বাংলাদেশের সন্ত্রাসী হামলার ঘটনায় ইতালির প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশের তথ্যও প্রধানমন্ত্রীকে জানান। রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভের সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র সচিব বলেন, দুই নেতাই বৈঠকে রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশে নির্মাণাধীন ‘পারমাণিক বিদ্যুত কেন্দ্রের’ নির্মাণ কাজের সাফল্যজনক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং এ প্রকল্পটি যথাসম্ভব দ্রুততার সঙ্গে বাস্তবায়নের বিষয়েও ঐকমত্য পোষণ করেন। একইসঙ্গে রাশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর সরকারের পূর্ণ সমর্থন এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তাসহ অন্যান্য সহযোগিতার বিষয়ে আগ্রহের কথাও জানান। প্রধানমন্ত্রী বিকেলে অন্যান্য সরকার ও রাষ্ট্র প্রধানগণের সঙ্গে শহরতলিতে অবস্থিত টুরিস্ট কমপ্লেক্স ‘চেঙ্গিস খান খুরে’তে মঙ্গোলিয়ার ঐতিহ্যবাহী ‘মঙ্গল নাদাম’ উৎসবে যোগ দেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেম সম্মেলনের নেতৃবৃন্দের সন্মানে মঙ্গোলীয় প্রেসিডেন্ট প্রদত্ত রাষ্ট্রীয় ভোজে যোগদান করেন।
×