ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরিবেশ সুরক্ষায় ডিক্যাপ্রিও

প্রকাশিত: ০৭:২৭, ১৬ জুলাই ২০১৬

পরিবেশ সুরক্ষায় ডিক্যাপ্রিও

সংস্কৃতি ডেস্ক ॥ হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও পরিবেশগত সমস্যা মোকাবেলায় এক কোটি ৫০ লাখ মার্কিন ডলার দান করলেন। পৃথিবীব্যাপী পরিবেশের নানা সঙ্কট প্রতিরোধ এবং সংরক্ষণে লিওর সংস্থা এই অর্থ দান করেছে। সম্প্রতি এ বিষয়ে পোপ ফ্রান্সিসের ভূমিকার প্রশংসা করে লিওনার্দো জানিয়েছিলেন, পরিবেশ রক্ষায় দৃষ্টান্তমূলক কাজ করেছেন পোপ। আধ্যাত্মিক জগতের মানুষ হয়েও তিনি যে বিজ্ঞান এবং তার কু প্রভাব সম্পর্কে সচেতন, এটাই মুগ্ধ করেছে তাকে। পরিবেশ দূষণ একটি বড় সমস্যা উল্লেখ করে ডিক্যাপ্রিও বলেন, প্রকৃতির সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি আমরা। সেই অনুযায়ী আর্থিক সাহায্যের পরিমাণও অনেকটাই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। যাতে হাত মিলিয়ে সমস্যাগুলোর মোকাবেলা করতে পারি।
×