ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবারও সালমান খানের বাজিমাত

প্রকাশিত: ০৭:২৪, ১৬ জুলাই ২০১৬

আবারও সালমান খানের বাজিমাত

সংস্কৃতি ডেস্ক ॥ সালমান খান মানেই যেন চমক। বলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা প্রতিটি নতুন চলচ্চিত্রে নিজেই নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন। আর সেই সঙ্গে দিনকে দিন বড় হচ্ছে তার ভক্ত-দর্শকের লম্বা তালিকা। সালমানের চলচ্চিত্র মুক্তিকে ঘিরে দর্শকের এই উন্মাদনার নাম হয়ে গেছে ‘সালম্যানিয়া’। সালমানের নতুন চলচ্চিত্র ‘সুলতান’কে ঘিরে তৈরি হয়েছেন নতুন উন্মাদনা। সমালোচকরাও সানন্দে গ্রহণ করছে নতুন চলচ্চিত্র ‘সুলতান’কে। সুলতান আলি খান নামের ভারতীয় এক মল্লযোদ্ধার চরিত্রে অভিনয় করা সালমান খানের এই চলচ্চিত্র দাপটের সঙ্গে চলছে আরব আমিরাত, পাকিস্তান, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে। ‘সুলতান’ মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ৩০০ কোটি রুপী। ‘স্পোর্টস-ড্রামা’ ঘরানার এই চলচ্চিত্র মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী বলিউডি সিনেমার রেকর্ডটিও দখল করে নিয়েছে। ‘সুলতান’ এর প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশ রাজ ফিল্মসের তথ্যমতে গত ৬ জুলাই মুক্তির পর শুধু ভারত থেকে বক্স অফিসের সংগ্রহ আড়াইশ কোটি রুপীর বেশি। আর ভারতের বাইরে থেকে এসেছে ৯২ কোটি রুপী। সব মিলিয়ে আলি আব্বাস জাফরের এই নির্মাণ এখন পর্যন্ত আয় করেছে ৩৪৪ কোটি ৫ লাখ রুপী। মুক্তির প্রথম সপ্তাহে বলিউডের কোন চলচ্চিত্রের জন্য এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ আয়। এছাড়াও বলিউডের কোন চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ আগাম বুকিং, ঈদ মৌসুমে সর্বোচ্চ উদ্বোধনী, দ্রুততম ১৫০ কোটি ও ১৭৫ কোটি রুপী আয়, ইয়াশ রাজ ফিল্মের প্রযোজনার ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী এবং মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপী আয় করা প্রথম হিন্দী চলচ্চিত্র- এই সবকটি রেকর্ডই এখন ‘সুলতান’-এর দখলে।
×