ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় বুলবুল আহমেদকে স্মরণ

প্রকাশিত: ০৭:২৩, ১৬ জুলাই ২০১৬

শিল্পকলায় বুলবুল আহমেদকে স্মরণ

স্টাফ রিপোর্টার ॥ দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, পরিচালক এবং নাট্য নির্দেশক বুলবুল আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে বিশেষ আলোচনা সভা ও প্রামাণ্যচিত্রের প্রদর্শনী হয় শিল্পকলা একাডেমির সেমিনারকক্ষে। ‘নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই’ প্রতিপাদ্যে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করে স্বপ্নলোক। অনুষ্ঠানে বুলবুল আহমেদের স্মৃতিচারণ করেন নাট্যজন আতাউর রহমান, বুলবুল আহমেদের সহধর্মিণী ডেইজী আহমেদ, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, গাজী রাকায়েত, এসএ হক অলিক, নাট্য নির্দেশক চয়নিকা চৌধুরী, অভিনেতা ঝুনা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নলোকের সভাপতি ফিরোজ খান। অনুষ্ঠানের শুরুতে বুলবুল আহমেদের জীবনী নিয়ে এক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রে ‘কী কথা তাহার সাথে’ শীর্ষক সাক্ষাতকারটি নিয়েছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এরপর বুলবুল আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনায় বক্তারা বলেন, একজন অভিনেতার মৃত্যু নেই। বুলবুল আহমেদ অনেক বড় একজন অভিনেতা ছিলেন। তিনি দৈহিকভাবে আমাদের মাঝে না থাকলেও তাঁর মনন আমাদের মধ্যে সব সময়ই বিরাজ করছে। মানুষ হিসেবে তিনি যেমন ছিলেন সহজ-সরল, অভিনেতা হিসেবেও ছিলেন নিষ্ঠাবান। প্রজন্ম থেকে প্রজন্ম বাংলা চলচ্চিত্রের এ মহানায়ককে অনুসরণ করা উচিত। তাহলে আমাদের নাট্য ও চলচ্চিত্র জগত আরও সমৃদ্ধ হবে। বুলবুল আহমেদের সহধর্মিণী ডেইজী আহমেদ হয়ে বলেন, আমি সব সময় তাঁর কাজের প্রতি শ্রদ্ধা দেখিয়েছি, তাঁকে উৎসাহ দিয়েছি, প্রেরণা যুগিয়েছি। আমাদের দেশে তাঁর মতো একজন মানুষকে নিয়ে তেমন কোন আয়োজন হয় না। আগামী প্রজন্মের কাছে আমার আবেদন, তাঁকে যেন সবাই মনে রাখে। সব শেষে কান্নাজড়িত কণ্ঠে তিনি রবীন্দ্রনাথের শেষের কবিতা থেকে অংশবিশেষ আবৃত্তি করেন।
×