ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেজা নওফল হায়দার

আমি আকাশ পাঠাব তোমার মনের আকাশে

প্রকাশিত: ০৭:১২, ১৬ জুলাই ২০১৬

আমি আকাশ পাঠাব তোমার মনের আকাশে

আমার খোলা আকাশ, তোমার অপেক্ষায়, অনেক মেঘ বয়ে যায়, আসবে তুমি আবার, আমার মনের বারান্দায়, তোমার সময় কেটে যায়, আবার আসবে তুমি, আমার ভাল লাগার অনেক ইচ্ছেঘুড়ি, আমি আকাশ পাঠাব, তোমার মনের আকাশে, যেখানে গাইবে তুমি আনমনে আমি আকাশ পাঠাব, তোমার মনের আকাশে, খোলা মাঠে গাইবে গান, বসন্তের বাতাসে। জনপ্রিয় এই গানটি যে এখন কত সত্য তা মনে হয় দেশের বিশাল তরুণ প্রাণ যেমন জানে তেমনি এরই মধ্যে সুফল পেতে শুরু করেছে গোটা জাতি। তারহীন ইন্টারনেট নিয়ে গেছে আমাদের এক স্বপ্নের দুনিয়ায়। যেখানে আমার আকাশ পাঠাব তোমার আকাশে। এক ডিজিটাল ফ্রেন্ডলি তরুণ জনগোষ্ঠী হেবিচুয়েট হয়ে পড়ছে। প্রতি মুহূর্তে শেয়ার হচ্ছে তোমার আমার মুহূর্ত। ভালবাসা আর আবেগভরা সাদা মেঘগুলো ঘুরে বেড়ায় তোমার আকাশে। সে যে কোন সময়ে ক্ষণের এক যুগল ফ্রেম হয়ে থাকছে অন্য এক দুনিয়ায়। যারা এখনও এই তারুণ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকে বাঁকা চোখে দেখছেন তারাও মাঝে মধ্যে অন্যের অগোচরে নিজের চিন্তায় টুক করে বের করে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে ঘুরে আসে সেই দুনিয়ায়। আর মনে মনে প্রশান্তি নিয়ে থাকে মনে। বর্তমান যুগ হলো কম্পিউটার আর ইন্টারনেটের যুগ। এগুলো যেমন আমাদের জীবনের ধারা পাল্টে দিয়েছে, তেমনি আমাদের জীবন পরিচালনা হয়েছে সহজ থেকে সহজতর। এর পাশাপাশি মোবাইল ফোনও গোটা বিশ্বকে এনে দিয়েছে আমাদের হাতের মুঠোয়। যোগাযোগের ক্ষেত্রে মোবাইল ফোন আর ইন্টারনেট এনে দিয়েছে এক বিপুল পরিবর্তন। প্রতি মুহূর্তের খবর এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সক্ষম হচ্ছি আমরা। কিন্তু কালের আবর্তনে যুগের পরিবর্তনে আজ মোবাইল ইন্টারনেট হয়েছে অনেক সহজলভ্য। আর তারই ফলে গোটা বিশ্ব আজ আমাদের দোরগোড়ায় হাতছানি দিচ্ছে। সকল শ্রেণী এবং পেশার মানুষ আজ যোগাযোগের জন্য হয়ে পড়েছে মোবাইল ইন্টারনেট নির্ভর। মোবাইল ইন্টারনেট ছাড়া যেন এক মুহূর্তও আমরা চলতে পারি না। মোবাইল প্রযুক্তি উদ্ভাবনের পূর্বে আমাদের জীবনের গতি ছিল অত্যন্ত শ্লথ। চিঠিপত্র লেনদেনের মাধ্যমে খবর আদান-প্রদান করতে হতো। কিন্তু তাতে সময় লেগে যেত অনেক বেশি। বর্তমানে যে খবর দু’তিন সেকেন্ডের ব্যবধানে আমরা পেয়ে যাচ্ছি, তার বিপরীত চিঠিপত্রের মাধ্যমে সে খবর পৌঁছাতো দু’তিন দিনে। যা বর্তমান যুগে চিন্তা করাই যায় না। তাই মোবাইল ফোন নির্ভর ইন্টারনেট আমাদের জীবনে এনে দিয়েছে এক বৈপ্লবিক পরিবর্তন। বর্তমান সমাজে মোবাইল ফোনের ব্যাপকতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, দেশের আনাচে-কানাচে অন্ধকার নিভৃত পল্লীতেও পৌঁছে গেছে এই প্রযুক্তি। মোবাইল ইন্টারনেট যেমনি আমাদের চলার পথ সহজ ও সাবলীল করে দিয়েছে। ইন্টারনেট না থাকলে বর্তমান বিশ্বে আমরা যে কতটা পিছিয়ে পড়তাম তা চিন্তাও করা যায় না। খুবই সীমিত সময়ের মধ্যে বিশ্বের সব ধরনের সংবাদ আমরা জানতে পরছি এই মহাআবিষ্কার ইন্টারনেটের কল্যাণে। সংবাদ মাধ্যমসমূহের মধ্যে সবচেয়ে তড়িত গতিতে সংবাদ পরিবেশন করে ইন্টারনেট। সর্বশেষ ঘটনাবলি জানার জন্য ইন্টারনেটই সবচেয়ে সহজ ও সাবলীল মাধ্যম। আর সে কারণেই বর্তমান যুগকে বলা হয় মোবাইল ইন্টারনেট। আর বর্তমান বিশ্বমানে ইন্টারনেটের বিশ্ব। ইন্টারনেট যেমনিভাবে কোন দেশের উন্নতির জন্য অনেক বেশি সহায়ক, কোন খবরা খবর নিমিষেই এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ, বিভিন্ন সংবাদ সংগ্রহসহ আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে সহায়ক।
×