ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাকালুকি হাওড়ে নতুন মাত্রা পিকনিক শিপ

প্রকাশিত: ০৭:০৯, ১৬ জুলাই ২০১৬

হাকালুকি হাওড়ে নতুন মাত্রা পিকনিক শিপ

প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে ভরপুর হাকালুকি হাওড়ের পর্যটকদের সুবিধা ও আকর্ষণ সৃষ্টিতে ব্যক্তি উদ্যোগে চালু হয়েছে তিনটি ‘পিকনিক শিপ’। পর্যটন এলাকা ফেঞ্চুগঞ্জ ঘিলাছড়া জিরো পয়েন্ট থেকে এ প্রমোদ তরী নিয়ে পর্যটকরা ঘুরতে পারবে হাকালুকি হাওড়ে। এবার ঈদে হাকালুকি হাওড়ে পর্যটকদের বাড়তি আনন্দ দিয়েছে এই প্রমোদ তরী। সিলেট ৩-আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৯ জুলাই ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া জিরো পয়েন্টে পর্যটকদের জন্য হাকালুকি হাওড়ে ৩টি শীতাতপ নিয়ন্ত্রিত ভ্রমণ বিলাস তরীর উদ্বোধন করেন। শীতকালে হাকালুকি হাওড়ে অতিথি পাখিরা ভিড় করে। সড়ক যোগাযোগের ভাল ব্যবস্থা না থাকায় অনেক পর্যটক অতিথি পাখি দর্শন থেকে বিরত থাকে। হাকালুকি হাওড়কে বন বিভাগের মাধ্যমে সৌন্দর্য বর্ধনে বনায়ন এবং দেশী প্রজাতির মাছের বংশ বৃদ্ধির জন্য অভয়াশ্রম গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। পুরো হাকালুকি হাওড়কে আধুনিক পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ঘিলাছড়া জিরো পয়েন্ট থেকে হাকালুকি হাওড় ও কুশিয়ার নদী পর্যটকদের জন্য ভ্রমণ বিলাস তরী সার্ভিস প্রশংসনীয় উদ্যোগ। পর্যটকরা নিরাপদে ভ্রমণ করতে পারবে। মানুষের চিত্ত বিনোদনে এতে নতুন মাত্রা যোগ হয়েছে। -সালাম মশরুর, সিলেট থেকে
×