ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ চত্বরে হবে বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ০৭:০০, ১৬ জুলাই ২০১৬

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ চত্বরে হবে বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের পাহাড়ী জমিতে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। শুক্রবার সকালে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য স্থান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। গণপূর্তমন্ত্রী বলেন, মেডিক্যাল স্টাফ কোয়ার্টার ও অধ্যক্ষের বাংলো সংলগ্ন এলাকায় প্রচুর জায়গা আছে। সেখানে পাহাড়ের ওপর দৃষ্টিনন্দন বিশ্ববিদ্যালয় হতে পর। হিলটপ এরিয়াতে বিশ্ববিদ্যালয় করলে ভাল হবে। পাহাড়ী এলাকার পরিবেশ ও গাছপালা ঠিক রেখে এখানে বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ করা হবে। তিনি বলেন, প্রকৌশলী ও স্থপতিরা বিবেচনা করে তাদের পর্যবেক্ষণ জানাবেন। সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা হবে। পরিদর্শনের সময় চট্টগ্রাম মেডিক্যালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামাল উদ্দিন, কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, সাবেক সিভিল সার্জন সরফরাজ খান, বিএমএ (চট্টগ্রাম) সভাপতি ডাঃ মজিবুল হক খান, স্বাচিপ সভাপতি ডাঃ শেখ সফিউল আজম, বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ শরীফ ও স্বাচিপ মেডিক্যাল শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। মোটর শ্রমিক ইউনিয়নের ১৪ জনের পদত্যাগ নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৫ জুলাই ॥ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজ সরদার ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বেচ্ছাচারী ও সংবিধানবিরোধী কর্মকা- চালিয়ে ইউনিয়ন পরিচালনা করছে। তারা ইউনিয়ন তহবিল তসরুপসহ শ্রম আইনবিরোধী কর্মকা-ে লিপ্ত রয়েছে। কমিটির মেয়াদ বহুদিন আগে পার হয়ে গেলেও তারা ক্ষমতায় রয়ে গেছে। এমতাবস্থায় এ কমিটি বৈধ নয় বলে ১৮ সদস্যের মধ্যে ১৪ জন সদস্য ওই কমিটি থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা শুক্রবার জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের কারণসমূহ ব্যাখ্যা করেছেন। নির্বাহী কমিটির পদত্যাগী সহসভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্রলীগ নেত্রী লাঞ্ছিত ॥ প্রতিবাদে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক সুমনা আক্তার লিলিকে শারীরিকভাবে লাঞ্ছিত করা মামলার আসামি মহিউল আহম্মেদ মাহিকে দ্রুত গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে রংপুর জেলা ছাত্রলীগ। সেই সঙ্গে কঠোর আন্দোলনের আল্টিমেটাম দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে রংপুর শহরের জাহাজ কোম্পানি বাটারগলির কার্যালয় হতে রংপুর জেলা ছাত্রলীগ এ নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়। মঙ্গলবার বিকেলে মিলি ও তার বড় ভাই শহীদ বকশি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে আম কিনতে যান। সেখানে মহিউল আহম্মেদ মাহি অহেতুক তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে মাহি মিলির ভাই বকশিকে মারধর করে। ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে ৩ কোটি টাকা মূল্যের এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার ভোরে বিজিবি চেকপোস্টে কর্তব্যরত জওয়ানরা সাবরাং মুন্ডারডেইল সমুদ্র এলাকায় এ অভিযান চালায়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিদেশী মদ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৫ জুলাই ॥ দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৬ বোতল বিদেশী মদ উদ্ধার হয়েছে। বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ৪৭ বিজিবির অধীনে উদয়নগর বিওপি ও জামালপুর বিওপির টহল দল হাবিলদার শফিউল্লাহ ও নায়েব সুবেদার মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে উপজেলার সীমান্তবর্তী এলাকা জামালপুর ও আতারপাড়া মাঠে অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৫ জুলাই ॥ ভালুকায় শুক্রবার সকালে উপজেলার ভরাডোবা মুলতাজিম স্পিনিং মিলের শ্রমিক সুমা আক্তার (২০) বিদ্যুতপৃষ্টে মারা গেছে। জানা যায়, ঘটনার সময় ডিউটি শেষে সুমা তার থাকার ঘরের বারান্দায় পরে থাকা একটি বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ সুমার লাশ উদ্ধার করেছে। মৃত সুমা ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কান্দানিয়া গ্রামের আবুল কালামের মেয়ে । শরণখোলায় ডাকাতি, আটক ৪ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলার দক্ষিণ কদমতলা গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে বিদেশ ফেরত এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ৪ ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় শরণখোলা থানায় মামলা হয়েছে। গভীর রাতে ৭-৮ জন সশস্ত্র ডাকাত দল তার দরজা ভেঙ্গে বসতঘরে প্রবেশ করে। তারা নগদ ৩ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কার, মূল্যবান বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। পরে পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে একই গ্রামের সৈয়দ আলীর বাগান বাড়ি থেকে ৪ ডাকাতকে আটক করে। এরা হচ্ছে- উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের সৈয়দ আলী আকন, দ্বীপচর গ্রামের সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলার কবিখালী গ্রামের সাইফুল ইসলাম ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার শৌলা গ্রামের আবুল কালাম। যুবলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৫ জুলাই ॥ চাকামইয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফের ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলা হয়েছে। চাকামইয়া নিশানবাড়িয়া ব্রিজ সংলগ্ন সড়কে বৃহস্পতিবার বিকেলে হোন্ডাযোগে ১৫-১৬ জন সন্ত্রাসী স্টিলের পাইপ, রড ও হাতুড়ির আঘাতে হানিফকে জখম করে। ইট দিয়ে থেঁতলে দেয়া হয়েছে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। হানিফের বাড়ি চুঙ্গাপাশা গ্রামে। ১২ নারী ছিনতাইকারী আটক নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৫ জুলাই ॥ শিবচরে শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রায় মন্দিরে আগত ভক্তদের স্বর্ণালঙ্কার ছিনতাই করেছে একদল নারী ছিনতাইকারী। স্থানীয় ভক্তরা ছিনতাইকারী চক্রের ১২ নারী সদস্যকে আটক করে শিবচর পুলিশে সোপর্দ করে। জানা গেছে, বৃহস্পতিবার ছিল শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব। এ উপলক্ষে জেলার শিবচর পৌর এলাকার কেন্দ্রীয় রাধা গোবিন্দ জিউ মন্দিরে সকাল থেকেই সনাতন ধর্মালম্বী ভক্তরা আসতে শুরু করে। ভক্ত সেজে শাঁখা, সিঁদুর পরিধান করে ছদ্মবেশ ধারণ করে ছিনতাইকারী চক্রের নারী সদস্যরাও মন্দিরে প্রবেশ করে। বিকেলে উল্টো রথযাত্রা শুরু হলে হৈ-হুল্লোর মধ্যে ছিনতাইকারীরা কৌশলে মন্দিরে আগত ভক্তদের গলা থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই করে। এ সময় ভক্তদের চিৎকারে লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী চক্রের ১২ নারী সদস্যকে আটক করে। পরে পুলিশ এসে ছিনতাইকারীদের থানায় নিয়ে যায়। আটককৃতরা ব্রাহ্মণবাড়িয়া ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা। পুলিশ পরিচয়ে ডাকাতি স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা শহরে এবার পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাত দুুইটার দিকে শহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন কুমিরা মহিলা কলেজের শিক্ষক আব্দুল হামিদের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাতরা এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় । এই নিয়ে মাত্র ৪ দিনের ব্যবধানে শহরে ফের ডাকাতির ঘটনা ঘটেছে। এর আগে সোমবার রাতে সাতক্ষীরা পৌর সভার বাঁকাল শেখ পাড়ায় কলারোয়া পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক শেখ আব্দুল মোমেনের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। রংপুরে বিভিন্ন মামলায় গ্রেফতার ৫০ সংবাদদাতা, রংপুর, ১৫ জুলাই ॥ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রংপুরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার্জশীটভুক্ত ৫০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি-ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান । ওএমএস আটা বিক্রি বন্ধ ॥ দোকানে ভিড় নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ জুলাই ॥ রমজানের আগে থেকেই নওগাঁ পৌর শহরে ওএমএসের আটা বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। শুধু রমজান মাসে বন্ধ থাকবে এমন কথা বলা হলেও ঈদের এক সপ্তাহ পেরিয়ে গেলেও খোলা বাজারে আটা বিক্রি এখনও শুরু করা হয়নি। ফলে প্রতিদিন হাজার হাজার নি¤œ ও মধ্যম আয়ের মানুষ সরকারের ন্যায্য মূল্যের আটা কিনতে ডিলারদের দোকানে ভিড় করেও হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরছে। প্রতিদিন হাজার হাজার নারী-পুরুষ আটা নেয়ার জন্য ডিলারদের দোকানে ভিড় করছে। স্বল্প আয়ের মানুষ আটা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
×