ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্র খুন

প্রকাশিত: ০৭:০০, ১৬ জুলাই ২০১৬

বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্র খুন

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৫ জুলাই ॥ বাউফলের কাছিপাড়া ইউনিয়নের ছত্রকান্দা গ্রামে লালন (১৫) নামে স্কুলছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় দুই নারীসহ আরও চারজনকে পিটিয়ে আহত করা হয়। জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওই গ্রামের মোঃ ইউনুচ প্যাদার সঙ্গে একই বাড়ির এনামুল প্যাদা ওরফে মালা প্যাদার বিরোধ চলে আসছে। ঘটনার দিন রাত সাড়ে দশটার দিকে মালা প্যাদার নেতৃত্বে ২৫-৩০ জনের সন্ত্রাসী দল ইউনুচ প্যাদার ঘরে হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তার পরিবারের পাঁচ সদস্যকে পিটিয়ে জখম করে। আহতদের উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় লালনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে লেবুখালী এলাকায় মারা যায়। ‘মা সমাবেশ’ নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ জুলাই ॥ ‘শেখ হাসিনার অবদান, শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান’ স্লোগানকে সামনে রেখে আশুলিয়ায় প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান ও ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপরে আশুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ঘোষবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপবৃত্তি ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার ১শ’ ১২ অভিভাবককে ৭৩ লাখ ২৬ হাজার ৪শ’ টাকা উপবৃত্তি প্রদান করা হয়। তথ্য ফরম বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জঙ্গীবাদ প্রতিরোধে নগরীর প্রতিটি বাসায় গিয়ে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্য ফরম বিতরণ এবং সচেতনতামূলক মাইকিং শুরু করেছেন মেট্রোপলিটন ও রেঞ্জ পুলিশের সদস্যরা। শুক্রবার দুপুরে মেট্রোপলিটনের চার থানায় তথ্যসহ এক হাজারেরও অধিক ফরম জমা হয়েছে। পুলিশ কমিশনার জানান, আমরা ভাড়াটিয়া ও বাড়ির মালিকদের তথ্য চেয়ে বাসায় বাসায় গিয়ে ফরম বিতরণ করেছি।
×