ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডাকাতিকালে প্রবাসীর স্ত্রীকে হত্যা

প্রকাশিত: ০৭:০০, ১৬ জুলাই ২০১৬

ডাকাতিকালে প্রবাসীর স্ত্রীকে হত্যা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৫ জুলাই ॥ লক্ষ্মীপুরে ডাকাতিকালে জাকেরা বেগম নামের ৬০ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশ তদন্তের অজুহাতে ডাকাতির ঘটনা অস্বীকার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ। নিহত জাকেরা ওই গ্রামের আবুধাবী প্রবাসী রুহুল আমিনের স্ত্রী। জানা যায়, স্থানীয় ধর্মপুর গ্রামের মেন্দি মিয়ার বাড়ির আবুধাবী প্রবাসী রুহুল আমিনের ঘরে বৃহস্পতিবার রাত ২টার দিকে মুখোশধারী ডাকাত দোতলা বাড়ির ছাদের দরজা ভেঙ্গে প্রবেশ করে। এ সময় রুহুল আমিনের পুত্রবধূ শারমিন আক্তারকে বেঁধে রেখে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতরা। বাধা দিতে গেলে তারা প্রবাসীর স্ত্রী জাকেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। দেশে জঙ্গীবাদের স্থান নেই ॥ শাজাহান খান নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৫ জুলাই ॥ বাংলাদেশে জঙ্গীবাদের স্থান নেই। এ দেশের উন্নয়ন যারা বাধাগ্রস্ত করবে বাংলাদেশের মানুষ তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে নবগঠিত শহীদ মোস্তফা কামাল হাসপাতাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি এসব কথা বলেন। মন্ত্রী সদর উপজেলার মজুচৌধুরী হাটকে নৌ-বন্দর হিসেবে ঘোষণা দেন। শীঘ্রই বন্দরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য যাবতীয় প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বন্দরটি চালু হলে দেশের দক্ষিণাঞ্চলের ২৩টি জেলার লোকজন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কম সময়ে পৌঁছতে পারবে। জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, হাসপাতালের প্রতিষ্ঠাতা নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী একেএম ফখরুল ইসলাম, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোঃ আবু তাহের প্রমুখ।
×