ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৫৯, ১৬ জুলাই ২০১৬

শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ইন্টার্ন ডক্টর্স এ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে তারা হাসপাতালের জরুরী বিভাগের গেট আটকিয়ে বিক্ষোভ করেন। ইন্টার্ন ডক্টর্স এ্যাসোসিয়েশনের সহসভাপতি সাজিদুল করিম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শেবাচিম হাসপাতালের ইন্টার্ন ডক্টর্স এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক তুহিন বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজের এক অনুষ্ঠান থেকে রিক্সাযোগে হাসপাতালে প্রবেশ করছিলেন। তারা মেডিক্যাল কলেজের পিছনের গেট সংলগ্ন এলাকায় পৌঁছলে ১০/১২টি মোটরসাইকেল সহকারে একদল সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ করেন। সাজিদুল করিম আরও জানান, হামলার ঘটনায় তারা জেলা ছাত্রলীগের কর্মী মিরাজ ফকির ও হাসান নামের দুইজনকে শনাক্ত করেছেন। হামলার ঘটনায় শুক্রবার সকালে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। (শুক্রবার বিকেল বিক্ষোভ অব্যাহত ছিল। পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কালকিনি মাদারীপুর, ১৫ জুলাই ॥ কালকিনি উপজেলার কাজীবাকাই এলাকার পূর্ব মাইজপাড়া গ্রামে শুক্রবার বিকেলে পানিতে ডুবে মুনিম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে গোপালপুর এলাকার পূর্ব পূয়ালী গ্রামের মনজুর এলাহীর ছেলে। ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে খেলার সময় পুকুরের পানিতে পড়ে গেলে এ ঘটনা ঘটে।
×