ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিস্তায় ভাসছে গৃহবধূর লাশ, স্বামীর ভাষায় নিখোঁজ

প্রকাশিত: ০৬:৫৯, ১৬ জুলাই ২০১৬

তিস্তায় ভাসছে গৃহবধূর লাশ, স্বামীর ভাষায় নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৫ জুলাই ॥ তিস্তা নদীতে ভেসে ওঠা লাশের ছবি দেখে মা তার নিখোঁজ মেয়েকে শনাক্ত করেছে। তবে পুলিশ লাশ উদ্ধার করতে পারেনি। স্রোতের টানে লাশটি অন্যত্র ভেসে গেছে। শুক্রবার সকাল হতে স্বজনরা লাশের সন্ধানে নদীর ভাটিতে চর দ্বীপচরে খোঁজ করছে। এদিকে ফেসবুকে তিস্তার চরে ভেসে ওঠা তরুণীর লাশের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়ে গেছে। জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউপির মধ্যগড্ডিমারী গ্রামের ধানের চাতাল শ্রমিক আঞ্জুমান আরা বেগমের কলেজ পডুয়া মেয়ে সাবিনা ইয়াসমিন মঙ্গলবার হতে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ রয়েছে। সাবিনার বড় বোন শিমু বেগম জানান, তার বোনকে জোরপূর্বক বিয়ে করে একই ইউপির পূর্ব সারোডুবি গ্রামের ব্যবসায়ী মোকছেদের ছেলে শাহাবুদ্দিন। বিয়ের পর হতে নানা অযুহাতে সাবিনাকে নির্যাতন করে। নির্যাতন সইতে না পেরে একমাস আগে স্বামীর বাড়ি হতে মায়ের কাছে চলে আসে। পরে ঈদ উপলক্ষে স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতা হয়। সাবিনাকে তার স্বামী ঈদের কয়েকদিন আগে মায়ের কাছ হতে নিয়ে যায়। এদিকে সাবিনার স্বামী শাহাবুদ্দিন মঙ্গলবার সকাল হতে প্রচার করে তার স্ত্রী নিখোঁজ রয়েছে। কি কারণে নিখোঁজ তার উত্তর দিতে পারেনি। বৃহস্পতিবার কয়েক তরুণ তিস্তা নদীতে মাছ ধরতে যায়। তারা সেখানে চরে কচুরি পানার সঙ্গে তরুণীর লাশ ভেসে আসতে দেখে। তারা মোবাইল ফোনে লাশের মুখোম-লের ছবি তুলে নিয়ে আসে। পুরো চরজুড়ে প্রচার হয়ে যায়। দলে দলে মানুষ লাশ দেখতে ছুটে যায়। হাতীবান্ধা থানা পুলিশকে খবর দেয়া হয়। কিন্তু পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে আসার আগে পানির তোড়ে লাশটি ভাটিতে ভেসে যায়। তখন হতে স্বজনরা লাশের সন্ধানে নদীর ভাটিতে চর, দ্বীপ চরে খুঁজছে। এদিকে নিখোঁজ সাবিনা ইয়াসমিনের স্বামীর বাড়িতে খোঁজ নিয়ে দেখা গেছে কেউ বাড়িতে নেই। ঘরে তালা দিয়ে সকলে জনরোষ হতে বাঁচতে পালিয়ে গেছে।
×