ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোরেলগঞ্জে অঙ্গার লাশ স্বেচ্ছাসেবক লীগ নেতার?

প্রকাশিত: ০৬:৫৮, ১৬ জুলাই ২০১৬

মোরেলগঞ্জে অঙ্গার লাশ স্বেচ্ছাসেবক লীগ নেতার?

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে কাপড়ের দোকানের মধ্যে পুড়ে অঙ্গার লাশটি স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হানিফ হাওলাদারের (৪০) বলে নিশ্চিত হয়েছে পুলিশ। ঘটনার ৯ দিন পর শুক্রবার সেই পোড়াস্থানে হানিফের দোকানের চাবি পাওয়ায় পুলিশ এমন ধারণা করছে। আবু হানিফ মোরেলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর বাজারের হেনা গার্মেন্টসের মালিক। গত ৫ জুলাই শেষরাতে কাপুড়িয়া পট্টিতে আগুন লেগে পাঁচ দোকান পুড়ে যায়। এর মধ্যে সানমুন গার্মেন্টসের পেছনের দিকে পাওয়া যায় লাশ। ওই রাত থেকেই নিখোঁজ আবু হানিফ। লাশটি হানিফের বলে সন্দেহ করলেও শনাক্ত করতে না পারায় হানিফের স্ত্রী থানায় নিখোঁজের জিডি করেন। খুলনায় যুবককে কুপিয়ে হত্যা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় শামসুল হক রাজ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের সারাভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রাজ খুলনা মহানগরীর দৌলতপুর থানার মধ্যডাঙ্গা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। পুলিশ জানায়, নিহত রাজের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। পূর্ববিরোধের কারণে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। কাঁকড়াচাষীদের উপকরণ বিতরণ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শুক্রবার মাছ ও কাঁকড়া চাষীদের উপকরণ বিতরণ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি। এসময় অন্যান্যের মধ্যে মৎস্য অধিদফতরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক রঞ্জিত কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র ম-ল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। ঘুরে ঘুরে শাপলা বিক্রি নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৫ জুলাই ॥ স্বপন রায়ের মতো বরিশালের উজিরপুর হাওড় ও বিল অঞ্চলের পরিবারের কর্মক্ষম ব্যক্তিরা ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে ঘুরে শাপলা বিক্রয় করছে। শাপলা আষাঢ়-শ্রাবণে তুলে এরা বিক্রয় করে। দুই হাতের মধ্যে শাপলার আঁটি কৌশল করে শহরে ঘুরে ঘুরে বেড়ায়। স্বপন রায় জানায়, তার এলাকার অনেক মানুষ নৌকায় করে এই সময় নিজ এলাকার হাটবাজার ছাড়াও অন্য এলাকায় দলে দলে আসেন।
×