ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেনাপোলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার

প্রকাশিত: ০৬:৫৮, ১৬ জুলাই ২০১৬

বেনাপোলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করেছে কাস্টমস। শুক্রবার সকাল ৮টার দিকে এ মুদ্রা জব্দ করা হয়। আটক মুদ্রার অর্থমূল্য বাংলাদেশী টাকায় প্রায় ৮০ লাখ টাকা সমমূল্যের হবে বলে জানিয়েছে কাস্টমস। পাসপোর্টধারী যাত্রী ফরিদ হোসাইন ঢাকার নবাবগঞ্জের রজব আলীর ছেলে। তবে ব্যাগ তল্লাশির সময় পালিয়ে যায় ফরিদ হোসাইন। এর আগে বৃহস্পতিবার সকালে চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় দুই পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করে কাস্টমস। তারা হলেন- মোখলেছুর রহমান, অপরজন ঢাকার নন্দীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম। ৩৫ সংখ্যালঘু পরিবারকে ভারতে যাওয়ার হুমকি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের মারধর করে গুরুতর আহতসহ ৩৫টি পরিবারকে ভারতে যাওয়ার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার সকালে ওই এলাকার ৩৫টি হিন্দু পরিবারের দেড় শতাধিক নারী-পুরুষ চিহ্নিত চাঁদাবাজদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। দক্ষিণ চাঁদশী গ্রামের জগদীশ মজুমদার অভিযোগ করেন, তার কাছে দীর্ঘদিন থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল নয়ন তালুকদার ও তার সহযোগীরা। চাঁদার টাকা না দেয়ায় বৃহস্পতিবার রাতে হামলা চালিয়ে আহত করে।
×